কত কিছুই তো লিখলাম !!
বাংলাদেশের অনেক ভার্সিটি আগে RAG এর জন্য বিখ্যাত ছিল। কিন্তু এখন এটি প্রায় প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে রয়েছে। ফার্স্ট ইয়ারে এসে যেসব ছাত্রছাত্রী RAGএর স্বাদ পায়, যেরকম তিরস্কার তাদেরকে সহ্য করতে হয়, তারি ফলস্বরূপ পরের বছর নতুন ছাত্রছাত্রীদেরকে তারাও RAG দেয়। ব্যাপারটা অনেকটা "আমি খাইসি, তোকে খাওয়াব না কেন" ? রূপ নিচ্ছে। ফলে প্রতিবছরই নতুন ছাত্রছাত্রীদেরকে কিভাবে RAG সামাল দেবে এই চিন্তায় থাকতে হচ্ছে। যদিও এক বর্ষের খুব কম সংখ্যক শিক্ষার্থিকে এই RAG দিতে দেখা যায়, তারপরেও তাদের জন্য পুরো ভার্সিটিকে বদনাম নিতে হয়। সম্প্রতি বুয়েট কর্তৃপক্ষ RAG বন্ধ করার জন্য হলে নজরদারি করার সিদ্ধান্ত নিয়েছে, যেটা শুভ লক্ষণ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।