হে আগুন সাক্ষী থেকো, যে তুমি পুড়িয়েছো আমার বোন শিখা রাণীর শাঁখা,আর আমার ভাই জগৎ জ্যোতির পাঁজর ছিনিয়ে নিয়েছো তুমি - হে কিরিচ, সাক্ষী থেকো তুমিও - যেমনটি দেখেছিলে একাত্তর সালে। হে আগুন সাক্ষী থেকো, যে তুমি পুড়িয়েছো পরিমল কান্তির ভিটে, আর তার বৃদ্ধ বাবা কাঁদতে কাঁদতে বলেছেন- ' আমাকে তোমরা মেরো না ' শোনে নি হায়েনার দল। ওরা হুংকার দিয়ে হামলে পড়েছে এই বাংলায়- কাঁপিয়ে দিয়েছে এই বসন্তে কোকিলের কন্ঠস্বর। আমরা একটি অসাম্প্রদায়িক স্বদেশ চেয়েছিলাম। 'দ্বিজাতিতত্ত্ব' আর ধর্মীয় তমদ্দুনের দোহাই দিয়ে যারা একদিন 'রায়ট' করেছিল, আমরা মুছে দিতে চেয়েছিলাম ওদের নাম নিশানা। আর বলেছিলাম- পতাকা বহনের শক্তি দাও প্রভু। হে আকাশ সাক্ষী থেকো, যে তুমি ছায়া দিয়েছো বাস্তুহারা শিশুদেরে- যারা জানে না কী তাদের অপরাধ কেন হারাতে হচ্ছে নিজেদের ঘরবাড়ি। আমি জানিয়ে রাখি- হে আগুন, হে আকাশ তোমাদেরকে একদিন সাক্ষী দিতেই হবে, যারা লুট করছে আমার জনপদ, হিসেব তাদেরকে দিতেই হবে। দেখো, বিচারের দাবী নিয়ে এই প্রজন্ম ক্রমশ ছুটে আসছে........ ছুটে আসছে..................
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।