আমাদের কথা খুঁজে নিন

   

২১ শে ফেব্রুয়ারী



সমাজ জীবন কত, মানুষের পরিবর্তন! সমাজ, সমাজ বলতে, আমরা অল্প সংখ্যক মানুষ স্বচ্ছ ভাবে বুঝে থাকি? হ্যা? হ্যা? হ্যা তাই! আপনি কল্পনা করুন একটি বহুতল বিশিষ্ট টিপটপ ফ্ল্যাট, যেখানে মানুষ একে অপরকে ভাল ভাবে চেনে না। অথচ তারা একই ফ্ল্যাটে থাকে, আর অন্যআন্য ফ্ল্যাট সেটা তো লেখনি সভ্যতা। কিন্তু জেলা ভিত্তিক শহরের ফ্ল্যাটের মানুষ ছাড়া! অন্য দিকে গ্রামের খেটে খাওয়া মানুষ বোঝে সমাজ মানে কি? দুর্বলের আধিপত্বের ন্যায়। এই সমাজের মধ্যে আপনি কি পেলেন? এটা কি সমাজ? হ্যা সমাজ। সমাজ জীবন, পাকা দেয়ালে কোণ ঠাসা সমাজের মানুষের মুখের দিকে তাকালে বোঝা যাবে তাদের চোখে মুখে কতটা ক্লান্তি।

সুধু টাকার পিছে ছোটা, অনেকের প্রশ্নের অবসানে তা সেটা পরিচিতির উপরে। বাতাসের অপেক্ষা আর ঘুমানোর রাজ্যে থাকা মানুষের চোখে মুখে সুধু সচ্ছলতার আসা নিয়ে বেচে থাকা, যেটা অমাবস্যার চাঁদ। এটা কেমন পরিপূর্ণহীন সমাজ জীবন? সমাজ জীবন কত, একটা ছোট্ট, যেখানে সুধু পাবার নেশা। পাচ্ছি, পেয়েছি সব, যা এই সমাজ চায়? কিন্তু কখনো আমরা ভেবে দেখেছি আমরা কতটুকু দাবীদার যা আমরা দাবী করি? কিন্তু আসার বেশি চায়না সেই, যে চোখে মুখে সুধু সচ্ছলতার আসা নিয়ে বেচে আছে, থেকেছে। সমাজ জীবন কত, মানুষের।

এটা যেমন বোঝার কোন অবকাশ নেই, তেমন সমাজ জীবন কত মানুষের, সেটার বাত্তবায়ন করতে না পারলেও বাস্তবায়িত কে সম্মান জানানো প্রয়োজন । যা আজ আমাদের সভ্য সেজে থাকা মানুষের নিতির বাহিরে। সমাজ জীবন কত, মানুষের পরিবর্তন! হ্যা সত্যিই তাই। আজ একুশে ফেব্রুয়ারী, যা আমাদের বাংলা ভাষা যার মধ্যে বিদ্যমান ‘ফেব্রুয়ারী’ বাংলাটা কত তা প্রতি একশত জনে একজন পারবেনা! এর বেশির মধ্যে খুজতে হবে। এটা মেনে নিতে হবে, মেনে নিতে হবে কারণ এটা এখন সমস্থ বিশ্ব পালন করছে এইবাংলার ন্যায়! মুখ্য কারন সমাজ জীবন কত, মানুষের পরিবর্তন! আমরা যারা আজ রাত বারটা হতে শহীদদের সম্মান যানাতে এসেছি তারা সাবাই প্রায় শিক্ষিত, হয়তো একশ জনে একজন ব্যতিত।

এখানে কিন্তু আসেনি সে, যার চোখে মুখে সুধু সচ্ছলতার আসা নিয়ে বেচে থাকা! আপনিকি ভেবে দেখেছেন প্রতি একশ জন মানুষের মধ্যে কত জন মানুষ এই বাংলা ভাষা ছাড়া ভাব প্রকাশ করতে পারবে, যারা আমরা এসেছি শহীদদের সম্মান যানাতে? নিশ্চয় একশ জনে এক জন নয়! কিন্তু সেই মানুষটি একলাইন ও পারবেনা, যার চোখে মুখে সুধু সচ্ছলতার আসা নিয়ে বেচে থাকা। আজ সে আসেনি! সে এখন ঘুমের রাজ্যে কারন সচ্ছলতার আসা, প্রতি সকালের ন্যায় সকালে হাত ধরে ডাক দেবে। আজ আমরা শহীদদের সম্মান যানাতে যারা এসেছি তাদের সকলের হাতেই প্রায় ফুল। মুখে প্রতি একশ জনে হয়তো একজন ব্যতিত সবার মুখের ছাপ শ্রদ্ধাহীন! আজকের এই দিনে আমাদের কাকে মনে পড়ে? এটা একশ জন মানুষের মধ্যে একশ জনই যানে যারা এই দিন টিকে চেনে। কিন্তু আমি শুনি তাদের কথা যারা আজ এই রাজনৈতিক পেক্ষাপট সৃষ্টি করতে সাহায্য করেছেন, শতভাগ তাদের কথা।

এর মধ্যে নেই আমাদের শহীদদের সম্মানোনা। আছে সংবাদ মাধ্যমে যা সেই চোখে মুখে সুধু সচ্ছলতার আসা নিয়ে বেচে থাকা মানুষটার কাছে পৌছানো চেষ্টা। কারণ সে তো দেখেনি প্রতিটি ছাত্র রাজনৈতিক দের মিছিলের শ্লোগান। তাদের মুখের সম্মানোনা। তাদের পায়ের কেডস।

টাকায় কেনা বাৎসরিক এই একদিনের পোশাক। আর সকালে শিশুদের সাথে কয়এক জনের খালি পায়ে হাটা। আর প্রকৃত খালি পায়ে তো তারা, যাদের চোখে মুখে সুধু সচ্ছলতার আসা নিয়ে বেচে থাকা। আপনিই বলুন সমাজ জীবন কত, মানুষের পরিবর্তন? ওরা বলতে পারবে না যাদের চোখে মুখে সুধু সচ্ছলতার আসা নিয়ে বেচে থাকা। আর যাদের জন্য এই লেখা, এই শহীদ।

২১,০২,২০১১ ৩.৩৪.০০ মি: (রাত)।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।