জীবন মানুষের খুব ছোট একটা সময়। সমীকরনগুলো খুব সরল কিন্তু প্রতিনিয়তই আমরা একে জটিল করে ফেলছি। তাই একে সরলভাবে দেখতে চাই। মানবিয়গুন সৃস্টিকর্তার অশেষ রহমত আমাদের প্রতি। জীবনের স্বাদ এর মাঝেই।
তাই এতেই আমার আগ্রহ ।
আমি এক ডাইনামিক বেকার যুবুক চাকর হতে চাই। চাকর কাম কামলা হিসাবে নিজেকে ভাড়া দিতে চাই। আমার অনেক জ্ঞান, রাখার যায়গা পাইতেছি না। এমত অবস্থায় কেউ কিনতে চাইলে লটে বিক্রি করে দিতে চাই।
যতই বলেন এই বুদ্ধির ঠেলাঠিলি বাজারে মান সম্পন্ন বুদ্ধি অত্যন্ত জরুরী। বিশ্বাস না হইলে সবার যে কোন একটি সমস্যার সমাধান একদম ফ্রী। লেটস ট্রাই ... আপনার সমস্যা কন...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।