আমি নাই।
সূরায়ে হুজুরাতে বলা হয়েছে যে, "ইন্না বা'যাজ্জান্নী ইযমুন" অর্থাৎ কতক ধারণা গুনাহ বা পাপ। কিছু কিছু কাজ রয়েছে যা বাহ্যিকভাবে বুঝায় যে, কাজটা গর্হিত হয়েছে । কিন্তু যার পক্ষ থেকে কাজ সংঘঠিত হয়েছে সেই সম্পর্কে তিনিই সম্যক অবগত। উক্ত কথাটা প্রয়োগ হয় ঐ ব্যক্তির বেলায় যে অন্যের কাজকে বুঝতে অক্ষম হয়।
ফলে খারাপ ধারণা করে বলে যে, এই মানুষটা এত ভাল, তারপরও কেন এধরণের আচরণ করল। "উপরে ফিটফাট ভিতরে সদরঘাট" ইত্যাদি বলে নানান কথা বলার সুযোগ পায়। এই উক্তিটা অন্যের উপর খারাপ ধারণাকারীর।
কিন্তু যে কাজটা করল সে জানে, কোন্ কারণে তার পক্ষ থেকে এরকম আচরণ প্রকাশ পেয়েছে, বা এটা গর্হিত কাজ হয়নি বলেও সে জানে। যখন যার প্রতি খারাপ ধারণা করা হয়েছিল সে যদি বলে দেয় যে, ভাইজান আসলে মুল ঘটনাটা এরকম, ওরকম নয়, তুমি যেমন আমার সম্পর্কে খারাপ ধারণা করেছ।
তখনই খারাপ ধারণাকারীর ধারণা পাল্টে যায়। উদাহরণ দিলে সহজেই বোঝা সম্ভব হবে বলে আশা রাখি।
মনে করুণ, আপনি আমার মোবাইলে ফোন দিলেন, তখন আমি যে কোন কারণে, (কারণসমূহ যেমনঃ- মোবাইলে কল ঢোকার সাথে সাথে মোবাইলের cencel বাটনে টিপ পড়ে বন্ধ হয়ে গেল, বা কল হতে হতে ঘটনাক্রমে মোবাইলে চার্জ কম থাকায় অটোমেটিক মোবাইল বন্ধ হয়ে গেল, কিংবা মোবাইলে চার্জ আছে ঠিকই বাথরুমে বা অন্যেকান কাজে বিজি থাকায় আসতে আসতে কলটি রিজেক্ট হয়ে গেল অথবা মোবাইল সাইলেন্ট প্রোগ্রামে ছিল ইত্যাদি) বলে কলটি রিসিভ বাটনটি টিপতে পারলাম না।
তখন কলার মনে করে মানুষটা তেমন সুবিধার নয় ইত্যাদি বলে মন্তব্য করে। এ ধরণের মন্তব্য অধিকাংশই ভূল হয়ে থাকে।
এটাই খারাপ ধারণা । এ রধণের আরো কত হাজার ঘটনা আপনি পাবেন যা খারাপ বলেই বিবেচিত হয়। যেমন ধরুন, কেউ তার মা অথবা বোন কিংবা এমন কেউ যাকে তার জন্য বিয়ে করা হারাম এমন কোন মহিলা যদি মটর সাইকেলে আরোহণ করে কোথাও যাতায়াত করে, তাহলে ঐ মটর সাইকেলের চালক এবং পেছনে আরোহিত মহিলা বা মেয়েটির সম্পর্কে এমন খারাপ ধারণা করতে থাকে যা বলার মত নয়। আমি আপনাদের সামনে বোঝার জন্য দু'একটা উদাহরণ মাত্র উল্লেখ করেছি। আপনারা যদি এই লেখার প্রতি লক্ষ্য রেখে সমাজের আনাচে-কানাচে তাকান, তাহলে ভুড়ি ভুড়ি এরকম ঘটনা দেখতে পাবেন যা খারাপ ধারণার সাথে সম্পৃক্ত।
তাই আমাদের উচিৎ হল, প্রত্যেক মুসলমান, মুসলমানের প্রতি ভাল এবং সৎ ধারণা পোষণ করা। এরকম হাদিছেও আছে যে, মুসলমান একে অপরের প্রতি সৎ এবং ভাল ধারণা রাখা কর্তব্য। তা না হলে আপনি আমি খারাপ ধারনার নিমিত্তে গুনাহগার হয়ে যাব। আর কেনই বা আমরা মুসলমান জাতি অন্য মুসলমান ভাইয়ের প্রতি খারাপ ধারণা পোষণ করব? এটা আমাদের প্রকৃত মুসলমানদের জন্য শোভনীয় নয়। যদি আমরা অন্যের প্রতি খারাপ ধারণা রাখা থেকে বাচতে পারি তাহলে ইহ-পরকালে উভয় জাহানে মুক্তি এবং শান্তি পাব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।