আমাদের কথা খুঁজে নিন

   

শেষ হলো গহরপুরের আইটি কর্মশালা



শতাধিক ডেলিগেটের উপস্থিতিতে সম্পন্ন হলো গহরপুর জামিয়ার আইটি কর্মশালা। ২৫ ফেব্রুয়ারি আল্লামা গহরপুরী রহ. ফাউন্ডেশন আয়োজিত হয় তরুন আলেম ও মাদরাসা ছাত্রদের জন্য দিনব্যাপী আইটি কর্মশালা। সকাল দশটায় কর্মশালা উদ্বোধন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুসলেহুদ্দীন রাজু। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিশাল প্রজেক্টারের মাধ্যমে শুরু হয় কাঙ্খিত কর্মশালা। আইটি বিষয়ক কর্মশালায় মোট পাঁচটি বিষয়ে প্রেজেন্টেশন হয়।

তথ্য প্রযুক্তি কি ও কেন, বিষয়ে প্রেজেন্টেশন করেন মাসিক আর রাশাদের সম্পাদক জহির উদ্দীন বাবর। ইন্টারনেটের প্রাথমিক ব্যবহার, আইটি ও দাওয়া বিষয়ে স্লাইড উপস্থাপন করেন সাবাকা সফট. লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ সুলতান। আইটি ও গবেষনা এ বিষয়ে প্রেজেন্টেশন করেন সাবাকা সফট, লিমিটেড এর চেয়ারম্যন ড. শামসুল হক সিদ্দিক। এবং সবশেষে সাইবার ক্রাইম থেকে বাঁচার উপায় নিয়ে প্রেজেন্টেশনটি উপস্থাপন করেন দৈনিক সমকালের সহ-সম্পাদক মুফতি এনায়েত উল্লাহ। তথ্য প্রযক্তির যুগে যেভাবে বিশ্ব এগিয়ে যাচ্ছে সে হারে আমরা আলেম সমাজ ততোটা এগিয়ে যাচ্ছিনা বা এগোবার প্রয়্জেন মনে করছি না।

কিন্তু এ না চাওয়াকেই চাইতে, প্রযুক্তির মোকাবেলা প্রযুক্তি দিয়েই দিতে হবে এই শ্লোগানকেই মুলত সামনে রেখে আল্লামা গহরপুরী র. ফাউন্ডেশন আয়োজন করে দিনব্যাপী আইটি কর্মশালার। প্রতিটি স্লাউডের পর ছিলো উন্মুক্ত প্রশ্নোত্তর পালা, ছিলো আইটি বিষয়ক সংক্ষিপ্ত কুইজ। প্রশ্নোত্তর এবং কুইজ বিজয়ীকে দেয়া হয় আকর্ষনীয় পুরস্কার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।