আমাদের কথা খুঁজে নিন

   

সেই বিকেল...

অনেকদিন আগে ব্লগটা খুলেছিলাম...অনেক কথা লেখার ছিল...কিন্তু লেখা হয়নি। এখন ভাবছি লিখব...আগেই লেখা উচিত ছিল!

গত বছর ফেব্রুয়ারীর শেষের দিকে তোলা এই ছবি। কোন এক বুধবার বিকেলে। আমার সিপ্রিওট ফ্রেন্ড 'এম'এর সাথে কফি খেতে যাওয়ার আগে। 'এম' থাকতো অন্য শহরে।

আমি থাকতাম নিকোশিয়ায়। অর জন্য ওয়েট করছিলাম...হাতে ছিল ক্যামেরা...টাইম পাস করতে তোলা এই ছবি। সেদিন আমাদের আর কফি পান করতে যাওয়া হইনি। অনেকক্ষণ গাড়ীতে এদিক-সেদিক ঘুরে গিয়ে বসলাম 'আথালাসা পার্ক' এ। কি চমৎকার আবহাওয়া।

বসন্তকাল...পার্কের লেকে অজস্র হাঁস...মৃদুমন্দ হাওয়া...সোনা ছড়ানো রোদেলা বিকেল। পাকের্র ছাদবিহীণ খোলা ক্যাফেতে বসে বিয়ার ন চিপ্‌স কিনে শুরু হল আমাদের আড্ডা। সেবার অনেকদিন পর দেখা হয়েছিল 'এম'এর সাথে...কত কথা জমে ছিল। বেশীরভাগ কথা বলছিল এম। তখন ওর বয়ফ্রেন্ডের সাথে সম্পর্ক ভাল যাচ্ছিলনা।

এম সাইপ্রাসের মেয়ে, আর ওর বয়ফ্রেন্ড ছিল অন্যদেশী। যদিও ঘুরে-ফিরে আমাদের সেদিনের আড্ডা সেই এক বিন্দুতেই জমা হচ্ছিল...তবু আরো অনেক ব্যাপার উঠে এস্‌ছিল। নর-নারীর সম্পর্ক, বিশ্বাস-অবিশ্বাস, কমিটমেন্ট...আরো অনেক কথা... টাইম পাস করতে তোলা এই ছবি আজ অনেক স্মৃতি... আজও 'এম'এর সাথে কথা হয় মাসে একবার'দুবার। ওর আর সেই বয়ফ্রেন্ড নেই...কিন্তু আজও ছাড়াতে পারেনি নিজেকে নর-নারীর সম্পর্কের চির-জটিল এই বলয় থেকে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।