আমাদের কথা খুঁজে নিন

   

PS3 Move Bundle

আমি একজন শিল্পী, গেমার এবং প্রোগ্রামার
আবার লিখতে বসলাম। আজকে যদিও পরীক্ষা আছে। তবে প্র্যাকটিক্যাল তো তাই কোন ব্যস্ততা নেই। অবশেষে আল্লহর রহমতে কিছুদিন আগে পিএস৩ মুভ বান্ডেলের অর্ডার দিয়েই দিলাম এমাজনে। যদিও অর্ডার দিয়েছে টুকুভাই।

মোটামোটি ১৪-০৩ তারিখের দিকে টুকুভাই এর বড় ভাই নিয়ে আসবে বাংলাদেশে। হয়ত আমি আর ২ দিন পরে হাতে পেতে পারি। মুভ বান্ডেলে দেখলাম একটা মোশন কন্ট্রোলার মাত্র। দু'টা হলে ভাল হত। যাই হোক আপাতত মোশন কন্ট্রোলার ব্যবহার করা যাবেনা কেননা আমার মেসে মনিটরের সামনে তেমন একটা ফাকা জায়গা নেই।

সুতরাং নতুন কোন মেসে না গেলে মোশন কন্ট্রোলার কাজ করে কিনা এটা টেস্ট করাই দায় হয়ে দাঁড়াবে। বান্ডেলে আছে একটা পিএস৩ স্লিম সাথে ৩২০ জিবি হার্ডডিস্ক, ১টা পিএস৩ আই (ক্যামেরা), ১টা মোশন কন্ট্রোলার আর ১টা মুভ বান্ডেলের জন্য গেম। যদিও আমি আশা করছিলাম কোন হ্যাক এন্ড স্ল্যাশ গেম হয়ত দিবে। তবে তা আর দিল না। যাই হোক মুভ বান্ডেল নিয়েই আমি খুশি।

মুভ বান্ডেল আসার পরই ওটাকে আবার ক্র্যাক করতে হবে যদিও জানি অনেকে ক্র্যাক পছন্দ করেননা এবং এটা অন্যায় তবে কি আর করা। সব অন্যায় মেনে নিয়েই ক্র্যাক করতে হবে। যে মুভ বান্ডেল এনে দিবে সে নিজেও জানেনা যে আমি ওটা ক্র্যাক করব। জানলে আর নিয়ে আসত না কেননা সে তো ইন্টেলে খুব উঁচু পর্যায়ে কাজ করে সুতরাং ক্র্যাকের কোন বালাই নেই। প্রথমেই আমি ১১টা পিএস৩ এক্সক্লুসিভ গেম সিলেক্ট করেছি খেলার জন্য।

গড অব ওয়্যার কালেকশন গড অব ওয়্যার ৩ আনচার্টেড ডিউক'স ফরচুন আনচার্টেড ২ এমোং থিফস হেভি রেইন ক্যাসেলভেনিয়া মোটরস্টোর্ম হেভেনলি সোর্ড ডান্টি'স ইনফের্নো নারুতো আলটিমেট নিনজা স্টোর্ম নারুতো সিপুদেন আলটিমেট নিনজা স্টোর্ম ২ আপনাদের কোন সাজেশন থাকলে বলবেন। কোন গেম হয়ত আপনাদের ভাল লাগতে পারে যা আমার লিস্টে নেই, সেটার নামও বলবেন দয়া করে। দোয়া করবেন আমার জন্য। আর মাত্র ১৫দিন মত বাকি। আমার তো আর সহ্য হয় না।

হা হা হা। আজ আর কিছু বলব না। আল্লহ হাফেজ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।