আমাদের কথা খুঁজে নিন

   

এসএ পরিবহনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

এস এ পরিবহনের বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ। গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। সালাহউদ্দিন আহমেদ অভিযোগ করেন, তার প্রতিষ্ঠান অত্যন্ত সুনামের সঙ্গে পার্সেল ও কুরিয়ার সার্ভিস পরিচালনা করছে। জরুরি চিঠিপত্র, পার্সেল, জীবনরক্ষাকারী ওষুধ ও পচনশীল দ্রব্য অত্যন্ত স্বল্প সময়ে গ্রাহকের কাছে পৌঁছে দেয়। কিন্তু হরতালসহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির কারণে সঠিক সময়ে পণ্য পেঁৗছে দেওয়া অনেক সময় সম্ভব হয় না।

সেই সঙ্গে রয়েছে পুলিশি হয়রানি। তিনি বলেন, পুলিশি হয়রানির বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট আবেদন করেন এবং আদালত হয়রানি বন্ধের নির্দেশ দেন। এর পরিপ্রক্ষিতে একটি মহল এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অপপ্রচার করছে বলে তিনি উল্লেখ করেন।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।