আমাদের কথা খুঁজে নিন

   

হ্যাঁ-না’র বেহিসেবি নাটকে কান্ত ঈশ্বর



অভিমান, ঈশ্বর আর তুমি সব একই সরল রেখায় মুখোমুখি আজ বিষন্ন অবেলায় জ্বলসে উঠা তকে উস্কে দেয়া বিনিদ্র রাত বারবার মুক্তি চেয়েও ফেরার দেখা নেই। ভাবনার ল্যাম্পপোস্ট অতীতের চেয়ে ম্রিয়মান নিরুৎসাহি কথকতা মেলেনা ডানা যেন বদ্ধ সেলের পাথর দেয়াল জীবনের শেষ চাওয়াগুলো ঠায় দাড়িয়ে অবসন্ন বিকেল। নীল আকাশ দেখিনা আমি দেখার কী আছে? আকাশ, প্রকৃতি, নীল আর ফুল সবই যেন তোমার প্রতিরুপ দ্বৈত সত্তা দেখে দেখে নির্বাক সব সাদা অভিধান। পরবাসী মনে বেজে উঠে মায়াবী সুর সামনের পথজুড়ে কষ্ট অশ্রু আর দীর্ঘশ্বাসের রহস্য নগরে দিগি¦দিক ছুটে চলা কষ্টের উৎসব। শিরোনামহীন দু:স্বপ্ন জ্যোৎস্বা ছড়ায় মরিচিকা অন্তহীন দু:খে দিশেহারা বনানী পালানোর পথ জানা নেই। অবশেষে তুমিও জিতে যাওয়া অভিমানী পখিক স্বপ্ন জিইয়ে রাখা ভীরু কাপুরুষ পাপ পূণ্য থাক যা আছে তোমার সাজানো প্রাপ্তি হ্যাঁ-না’র বেহিসেবি নাটকে ঈশ্বরের মত আমিও আজ কান্ত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।