আমি সেই নক্ষত্রের অপেক্ষায় থাকব চিরকাল
যদি আর কোনদিন
নাসির আহমাদ রাসেল
আর যদি কোন দিন দেখা না হয়!
যদি কোন দিন আর ফিরে না আসি;
ভুলে যেও,
ভুলে যেও এমন সবুজ দিন-
তারা ভরা রাতের স্মৃতি।
যদি আর কোন দিন
এমন কলমি ডগায়
সাদা ফুল অভিমানে না আসে ফিরে-
দোয়েল পাখির শীস;
যদি বিহঙ্গ
না ডাকে ভোরে ।
বুঝে নিও;
চলে গেছে
সাথী,
তোমা হতে-
দূর বহুদূরে।
ঢাকা-১ অক্টোবর-২০০৯
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।