আমাদের কথা খুঁজে নিন

   

উত্তেজনা ছড়িয়ে ম্যাচ টাই হলো

প্রথম ইউনিকোড ভিত্তিক অনলাইন বাংলা স্পোর্টস পত্রিকা

বিডিস্পোর্টসনিউজ ডেস্কঃ বি গ্রুপের এক গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি হয়েছিলো বিশ্বকাপের অন্যতম দাবিদার ইংল্যান্ড এবং ইন্ডিয়া। ভারতের ব্যাঙ্গালোর এর ব্যাটিং সহায়ক উইকেটে টস জিতে ব্যাটিং নিয়ে ৪৯.৫ ওভারে সব কটি উইকেট হারিয়ে ৩৩৮ রানের পাহাড় গড়ে ভারত। জবাবে ইংল্যান্ড স্ট্রাউস-বেলের ১৭০ রানের জুটির ওপর ভর করে জয়ের স্বপ্ন দেখছিলো, কিন্তু শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে নির্ধারিত ৫০ ওভারে ইংল্যান্ড ৩৩৮ রান তোলায় ম্যাচটি টাই হয়। এটি এ বিশ্বকাপের প্রথম টাই ম্যাচ। এর আগে ব্যাট করতে নেমে টপ অর্ডারের ব্যাটসম্যানদের দাপুটে ইনিংসের সৌজন্যে ৩৩৮ রান তোলে ভারত।

শচীন টেন্ডুলকারের ১২০, যুবরাজের ৫৮ এবং গম্ভীরের ৬১ রান ভুমিকা রাখে। এটি ছিলো শচীন টেন্ডুলকারের ৪৭ তম ওডিআই এবং ৫ম বিশ্বকাপ সেঞ্চুরি। বিশ্বকাপে সবচেয়ে বেশী সেঞ্চুরির মালিক এখন শচীন টেন্ডুলকার একাই। এক সময় মনে হচ্ছিলো ভারতের স্কোর ৩৫০ ছাড়িয়ে যাবে, কিন্তু শেষ দিকে ইংল্যান্ড বোলার টিম ব্রেসনানের নিয়ন্ত্রিত বোলিংয়ে এক বল বাকি থাকতেই অলআউট হয়ে যায় ভারত। ব্রেসনান ১০ ওভারে ৪৮ রান দিয়ে ৫ উইকেট লাভ করেন।

বিশাল রান তাড়া করতে গিয়ে ঝড়ো সূচনা করেন উদ্বোধনী ব্যাটসম্যান পিটারসেন এবং স্ট্রাউস। ২২ বলে ৩১ রান করে পিটারসেন ফিরে গেলেও ১৪৫ বলে ১৫৮ রান করে অধিনায়কোচিত এক ইনিংস খেলেন এন্ড্রু স্ট্রাউস। তাকে সবচেয়ে যোগ্য সঙ্গ দেন ইয়ান বেল। দুজনের ১৭০ রানের জুটিই ছিলো ইংল্যান্ডের মূল ভিত। জহির খানের বলে ক্যাচ আউট হবার আগে বেল করেন ৭১ বলে ৬৯ রান।

বেলকে আউট করার পরের বলেই স্ট্রাউসকে এলবি আউট করে হ্যাট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন জহির খান। স্ট্রাউস-বেল জুটি ভেঙ্গে যাবার পরই ম্যাচে তুমুল উত্তেজনা বিরাজ করে। নিয়মিত বিরতিতে ইংল্যান্ডের উইকেট পড়তে থাকলেও ব্রেসনানের ৯ বলে ১৪ এবং সোয়ানের ৯ বলে ১৫ রানের কারনে ইংল্যান্ড ম্যাচটি টাই করতে সক্ষম হয়। শেষ বলে যখন ২ রান প্রয়োজন তখন সোয়ান বল ব্যাটে লাগিয়েই দৌড়ালেন এলো এক রান। ভারত ৩৩৮, ইংল্যান্ডও ৩৩৮—ম্যাচ হলো টাই।

ভারত ওভার - ৪৯.৫ মোট রান - ৩৩৮/১০ ইংল্যান্ড ওভার - ৫০ মোট রান - ৩৩৮/৮ ---------------------------------------------------------------------------------- বিশ্বকাপ উপলক্ষ্যে সামহোয়ারইনব্লগ এবং বিডিস্পোর্টসনিউজডটকম এর যৌথ উদ্যোগে এই লাইভ নিউজ প্রচার করা হচ্ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।