আমাদের কথা খুঁজে নিন

   

এক নজরে বিভিন্ন ট্যাবলেট

প্রযুক্তি পন্য নির্মান প্রতিষ্ঠানগুলো বাজারে টিকে থাকার জন্য প্রতিনিয়ত আনছে নতুন নতুন ডিভাইস। এসব ডিভাইসের মধ্যে অন্যতম একটি ট্যাবলেট। আর এই ট্যাবলেট বাজারে ইতিমধ্যে নাম লিখিয়েছেন গুগল, স্যামসাং, অ্যাপল। এছাড়াও আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে যারা বাজারে টিকে থাকার জন্য এনেছে ট্যাবলেট। বাজার বিশ্লেষন করে দেখা গেছে গুগল, স্যামসাং, অ্যাপল ইতিমধ্যে একাধিক মডেলের ট্যাবলেট এনেছে। ক্রেতা আকর্ষন করার জন্য এতে এনেছে ভিন্নতা। এসব প্রতিষ্ঠানের আনা বিভিন্ন মডেলের ট্যাবলেটের মধ্যে রয়েছে বেশ কিছু ভিন্নতা। আর সেসব ভিন্নতা নিয়েই এবার আয়োজন- পাউন্ড ওজন গুগল নেক্সাস ৭ : ০.৬৬ গ্রাম গুগল নেক্সাস ৭ (২০১২) :  ০.৭৪ গ্রাম অ্যাপল আইপ্যাড মিনি : ০.৬৮ গ্রাম স্যামসং গ্যালাক্সী ট্যাব 3 (৮ ইঞ্চি) : ০.৭০ গ্রাম স্যামসাং গ্যালাক্সী নোট ৮ : ০.৭৬ গ্রাম প্রস্থ (আড়াআড়ি) গুগল নেক্সাস ৭ : ৭.৮ ইঞ্চি গুগল নেক্সাস ৭ (২০১২) : ৭.৮ ইঞ্চি অ্যাপল আইপ্যাড মিনি : ৭.৯ ইঞ্চি স্যামসং গ্যালাক্সী ট্যাব 3 (৮ ইঞ্চি) : ৮.২ ইঞ্চি স্যামসাং গ্যালাক্সী নোট ৮ : ৮.২ ইঞ্চি উচ্চতা গুগল নেক্সাস ৭ : ৪.৫  ইঞ্চি গুগল নেক্সাস ৭ (২০১২) : ৪.৭ ইঞ্চি অ্যাপল আইপ্যাড মিনি : ৫.৩ ইঞ্চি স্যামসং গ্যালাক্সী ট্যাব 3 (৮ ইঞ্চি) : ৪.৮ ইঞ্চি স্যামসাং গ্যালাক্সী নোট ৮ : ৫.৩ ইঞ্চি গভিরতা গুগল নেক্সাস ৭ : ০.৩৪  ইঞ্চি গুগল নেক্সাস ৭ (২০১২) : ০.৪১ ইঞ্চি অ্যাপল আইপ্যাড মিনি : ০.২৮ ইঞ্চি স্যামসং গ্যালাক্সী ট্যাব 3 (৮ ইঞ্চি) : ০.২৭ ইঞ্চি স্যামসাং গ্যালাক্সী নোট ৮ : ০.৩১ ইঞ্চি সরু গুগল নেক্সাস ৭ : ০.৭ ইঞ্চি গুগল নেক্সাস ৭ (২০১২) : ০.৮ ইঞ্চি অ্যাপল আইপ্যাড মিনি : ০.২৫ ইঞ্চি স্যামসং গ্যালাক্সী ট্যাব 3 (৮ ইঞ্চি) : ০.২৮ ইঞ্চি স্যামসাং গ্যালাক্সী নোট ৮ : ০.৭ ইঞ্চি

সোর্স: http://news.techzoom24.com/

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।