আমাদের কথা খুঁজে নিন

   

ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা

মোবাইল ফোনের বহুমাত্রিক ব্যবহারকে এবং তরুণ প্রোগ্রামারদের সৃজনশীলতা বিকাশের সুযোগ দিতে আয়োজন করা হয়েছে ‘ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৪’। প্রতিযোগিতার একটি অংশ হলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের এ ব্যাপারে বিস্তারিত জানানো এবং অ্যাপস তৈরি সম্পর্কে তথ্য দেওয়া। গতকাল বুধবার ঢাকার ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় (ডিআইইউ) শুরু হলো এই বিশ্ববিদ্যালয় কার্যক্রম। দিনব্যাপী এ কার্যক্রমে দুপরে অনুষ্ঠিত হয় সেমিনার। এতে এথিক্স অ্যাডভান্সড টেকনোলেজিস লিমিটেডের (ইএটিএল) প্রধান নির্বাহী নিজামুদ্দীন আহম্মেদ জানান বর্তমানে সারা বিশ্বে ৬০০ কোটি মানুষমোবাইল ফোন ব্যবহার করে।

মোবাইল ব্যবহারকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান বিশ্বে ১১তম। এ দেশে ১৬ কোটি মানুষের মধ্যে সাড়ে ১০ কোটি মানুষ মোবাইল ফোন ব্যবহার করে। শুধু কথা বলা নয়, তথ্যপ্রবাহের জন্যও এটি জনপ্রিয় মাধ্যম। এতে বক্তৃতা করেন ইএটিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান, ডিআইইউয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান সৈয়দ আখতার হোসেনসহ অনেকে। বিশ্ববিদ্যালয় কার্যক্রমের প্রথম আয়োজনে জানানো হচ্ছে প্রতিযোগিতার অংশগ্রহণের নিয়ম, গতবারের প্রতিযোগীদের সাফল্য, অ্যাপস তৈরিতে সহায়তা, বিচারকমণ্ডলী সম্পর্কে ধারণা, ধারণা নির্বাচন, উদ্ভাবনী চিন্তা, কারিগরি উপযোগিতা, ব্যবসায়িক প্রয়োজনীয়তা ইত্যাদি সম্পর্কে।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একই রকম কার্যক্রম চলতে থাকবে। অ্যাপস তৈরির এ প্রতিযোগিতায় আগ্রহী যে কেউ অংশ নিতে পারবেন। নিবন্ধন করে কনসেপ্ট জমা দেওয়ার শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর। প্রতিযোগিতায় বিজয়ী প্রথম দল পাবে ১০ লাখ, দ্বিতীয় দল পাঁচ লাখ টাকা এবং তৃতীয় দল পাবে দুই লাখ টাকা। এ ছাড়া চতুর্থ থেকে দশম বিজয়ী দল পাবে একটি করে অ্যান্ড্রয়েড স্মার্টফোন।

বিস্তারিত জানা যাবে www.eatlapps.com ঠিকানায়।

সোর্স: http://news.techzoom24.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।