নিরাপদ ও স্বাস্থ্যসম্মতভাবে প্রযুক্তি ব্যবহারের ওপর সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার জন্য দেশের প্রথম কম্পিউটার ও প্রযুক্তিবিষয়ক অনলাইন নিউজপোর্টাল টেকজুম২৪ ডটকম এবং এভিজি ইন্টারনেট সিকিউরিটি যৌথভাবে আয়োজিত চলমান ‘নিরাপদ প্রযুক্তি জীবন’ শীর্ষক ব্লগ প্রতিযোগিতার সময় বাড়লো।
আসন্ন ঈদের কারনে এবং প্রতিযোগিতায় অংশকারীদের বিশেষ অনুরোধে এ ব্লগ প্রতিযোগিতার সময় বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন টেকজুম২৪ ডটকম এর নির্বাহী সম্পাদক ওয়াশিকুর রহমান শাহিন।
তিনি জানান, এ প্রতিযোগিতায় যে কোনও বয়সের যে কেউ লিখতে পারেন। প্রতিটি লেখা ফেসবুকে শেয়ার দিতে হবে এবং পাঠকদের "লাইক এবং শেয়ার"-এর ভিত্তিতে প্রাথমিক বাছাই কাজটি করা হবে। তারপর নির্দিষ্ট সংখ্যক ব্লগ থেকে বিচারক মণ্ডলীর বিবেচনায় সেরা ৪টি লেখা নির্বাচিত করা হবে।
প্রথম পুরষ্কার হিসাবে থাকছে ৫ হাজার টাকা সাথে ১টি সিঙ্গেল ইউজার এভিজ ইন্টারনেট সিকিউরিটি এবং একটি টিশার্ট। দ্বিতীয় পুরষ্কার হিসাবে থাকছে একটি দশজন ব্যবহারকারী এভিজ ইন্টারনেট সিকিউরিটি। তৃতীয় পুরষ্কার হিসাবে থাকছে একটি তিনজন ব্যবহারকারী এভিজ ইন্টারনেট সিকিউরিটি এবং চতুর্থ পুরষ্কার হিসাবে থাকছে ১টি সিঙ্গেল ইউজার এভিজ ইন্টারনেট সিকিউরিটি সাথে টিশার্ট এবং একটি সিঙ্গেল মোবাইল সিকিউরিটি।
তিনি আরও জানান, প্রতিযোগিতায় অংশ নিতে আধুনিক প্রযুক্তি জীবনে কীভাবে নিরাপদ এবং স্বাস্থ্যসম্মতভাবে কম্পিউটার, ল্যাপটপ, ইন্টারনেটসহ অন্যান্য প্রযুক্তি পণ্য ব্যবহার করা যায়। যেমন- ফেসবুকসহ বিভিন্ন সামাজিক ওয়েবসাইটে নিরাপত্তা ও প্রাইভেসি সেটিং, ইন্টারনেট ও ইমেলের নিরাপত্তা, স্বস্থ্যসম্মত ও নিরাপদ এবং কার্যকরভাবে কম্পিউটার এবং স্মার্টফোন ব্যবহার, অ্যান্টিভাইরাস ব্যবহার সংক্রান্ত ফিচার, পরামর্শমূলক প্রবন্ধ, গবেষণা প্রতিবেদন, টিপস অ্যান্ড ট্রিকস, টিউটোরিয়াল কিংবা এ সংক্রান্ত অভিজ্ঞতা নিয়ে লিখতে হবে।
একজন লেখক একাধিক লেখা পোষ্ট করতে পারবেন। প্রতিযোগিতা চলবে আগামী ৩১ আগস্ট ২০১৩ পর্যন্ত। প্রতিযোগিতায় অংশ নিতে ভিজিট করুন blog.techzoom24.com এ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।