আমাদের কথা খুঁজে নিন

   

টক শো তে সাবেক খেলোয়াড়্ রা ডায়লগ এর পর ডায়লগ ঝারেন !!!যখন খেলতেন তখন কেন প্রয়োগ করেন নাই ???

!

ফুটবল ওয়ার্ল্ডকাপ এ খেলা শুরুর আগে পরে কিংবা মাঝখানে বাংলাদেশি সাবেক ফুটবলার রা বসে যেতেন লাইভ শো তে কোন দল কেমন খেলেছে ,মেসি কোন পাস্ টা কেমন দিলো,রোনালদো কে আগে না উঠিয়ে আরো ১ টা মিনিট পরে উঠালে ভালো হতো অথবা রুনিকে টিম এ নেয়া ই উচিৎ হয়নি এই ধরনের উচ্চ মার্গীয় আলোচনায় !!! আর ওয়ার্ল্ডকাপ ক্রিকেট যখন বাংলাদেশ এ হচ্ছে সাবেক ক্রিকেটারদের কে আর পায় কে?? আপনি রিমোট টিপে যেই চ্যানেলেই যান না কেনো হয় রকিবুল হাসান নয় হাবিবুল বাশার !!!!!!!!!!!! কি সুন্দর সুন্দর কথাই না বলছেন এক এক জন !!! শুনে মনে হয় আরে তাইতো কেনো খেলেনা তামিম সাকিব রা তাদের কথামতো !!!! খেললেই তো কতো সহজে জয় পাওয়া যায় হোক না সেটা অস্ট্রেলিয়া কিংবা ভারত !!!......।রকিবুল বাশার আপনাদের বলছি এই সব আজাইরা পেনপেনানী বাদ দিয়া বৌ বাচ্চাদের টাইম দেন কামে দিব !!! আর এই সব আলোচনা করার কতটা যোগ্যতা তারা রাখেন তা বিবেচনার ভার টা পাঠক আপনাদের হাতেই রইল !!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।