আমাদের কথা খুঁজে নিন

   

আঁতেল শনাক্তকরণের সহজ ও দ্রুততম তরিকা (পর্ব-৩)

AUTOVACATION একজন আঁতেলের কাছে সবচেয়ে বড় দুশমন। সবাই যখন অটো নেয়ার ধান্দায় থাকবে, তখন সে ব্যস্ত থাকবে কিভাবে সে অটোকে ভন্ডুল করে দেয়া যায়। অটোভ্যাকেশনের ষড়যন্ত্র ভন্ডুল করে দেয়ার জন্য সে অন্যান্য আঁতেল বন্ধুদের নিয়ে সিডিএসে বা ক্যাফেটেরিয়ায় আলোচনা সভা শুরু করে দেয়। আর তার সে পরিকল্পনা ব্যর্থ হলে দুঃখে কষ্টে সে ডিউয়ের বোতলে অনবরত চুমুক দিতে থাকে। খুব বেশী কষ্ট পেলে অকারণে আইইউটির আন্ডারওয়ার্ল্ডের ডন মোখলেছের সাথে ঝগড়া-বিবাদ লাগিয়ে দিতেও সে পিছপা হয় না।

একজন আঁতেল অকারণে কোনো স্যারের একদিনের লেকচারও miss দিতে চায় না। যদি বাই চান্স লেকচার মিস হয়ে যায়, তাইলে ঐদিন সে রীতিমতো সুনামি ঘটিয়ে দিতে পারে। টিভিতে কোনো জমজমাট খেলা চলতে থাকলে সাধারণত টিভি সেন্টারে সকল ছাত্রদের আনাগোনা দেখা যায়। কিন্তু আঁতেল আসবে না। আঁতলামি তাকে করতেই হবে।

আঁতেল আবার খুব শিয়ানা(চালাক,ধুরন্দর প্রকৃতির মানুষকে সিলেটি ভাষায় বলে শিয়ানা) সে খেলার ঠিক শেষ মুহূর্তে টিভি সেন্টারে প্রবেশ করে আর খেলা শেষের পর ভাব নেয় যেন সে পুরো খেলা দেখেছে। নিজের প্রিয় দল যদি জয় লাভ করে তাহলে সে রীতিমতো ‘চিকনী চামেলী’ ড্যান্স দেয়া শুরু করে দেয়। চলবে.................................... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।