ক্লিন'স অল্টারনেটিভ ওয়ার্ল্ড
ভাবনাটা যে কখনো ছিলো না তা নয়। তবে ভেবেছিলাম যদি মহাবিশ্বের অন্য কোথাও থেকে মানুষের চেয়ে উন্নত বুদ্ধিমত্তার কেউ আসে পৃথিবীতে, তারপর করতলগত করে নেয় সবকিছু তখনই হয়তো আসবে সে দুঃস্বপ্ন। আমরা যেমন গরু পালন করি, খামার করি, তাদের বংশবৃদ্ধি করার ব্যবস্থা করি, তাদের দুধ মাংস ভক্ষণ করি- তখন মানুষ নিয়েও চলবে এসব। মহাজাগতিক প্রাণী নারী পুরুষ পালন করবে, ঘাড়ে দড়ি লাগিয়ে, পায়ে বেড়ি পড়িয়ে- তাদের সঙ্গমে বাধ্য করবে, নারীদের বুক থেকে দুধ বের করে নেবে, ইচ্ছে হলে তার বাচ্চাকে খেতে দেবে, ইচ্ছে হলে উপোষ রাখবে।
ভেবেছিলাম, এসবই হবে মহাজাগতিক প্রাণীদের হাতে মানবজাতি বন্দীত্ব বরণ করার পর।
তাদের কাছে পরাজিত হবার পর।
না, তা আর হলো না। বরং কিছু মানুষ নিজেদের নামিয়ে নিল পশুর পর্যায়ে। অথবা কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান নিজেদের তুলে নিলো ভয়ংকর ক্ষমতাধর মহাজাগতিক প্রাণীদের স্তরে- টাকার জোড়ে। ফলাফল- গৃহপালিত নারী।
সম্পৃতি ইঙল্যান্ডে টাকার জন্য এক মা তার বুকের দুধ বিক্রি করা শুরু করেছে। আর সেই দুধের আইসক্রিম বানাচ্ছে এক কোম্পানী। কোম্পানীটির দাবি শীঘ্রই তারা আরো মা জোগাড় করছে দুধ সংগ্রহের জন্য। কয়েকদিন পর নিশ্চয়ই এমন হবে- এসব মায়েদের আলাদা খাবারের ব্যবস্থা করবে কোম্পানিটি। যাতে তাদের দুধের উৎপাদন বাড়ে।
এভাবে হয়তো একদিন তৈরী করবে নিজস্ব খামার। যেখানে বড় বড় বুকের নারীদের তারা জায়গা দেবে।
যেহেতু অর্থই সবকিছুর চালিকাশক্তি হয়ে গেছে- এ কল্পনাকে আর আকাশ কুসুম ভাবার কারণ নেই। এসবই হয়ে যেতে পারে বাস্তব।
টাকার কাছে এভাবেই পরাজিত হবে মানবতা, মানবসত্ত্বা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।