জগৎ সংসারে কত ক্ষয় হলো সুগন্ধি সাবান। ঘ্রান তো মিলিয়ে গেলো নিমিষেই। bbl_bu@yahoo.com
সূর্যাস্ত-পর পৃথিবীতে নামে আদিম উল্লাস
নর্তকীর ভাঁজে খোলে উলঙ্গ বাতাস
সে হাওয়ায় ঝাঁপ দেই আমার অভিলাষ;
পুরুষ পাতকী হয় নারীর শরীর ছোলে
নারীতো শাস্ত্র-পাপী, পাপের আধার, এমন বোলে
যুগে যুগে পুরুষ রেখেছে মাথা দয়িতার কোলে;
কিসে পাপ, কিসে পূন্য, ভুলে যা না মন!
পাপ-পুণ্যে কত আর হয় আদিমতা দমন
পাপের ভিতরে আছে পুণ্যের ফল, ভাব না এমন;
ভাব না একবার পাপী হবে, পুণ্যে বিরাগী
নারী আর পুরুষ নয়, মানুষ হয়ে ভাব--অনুরাগী
কে কাকে টানে, পাপ না পুণ্য: -- বৈরাগী ;
নারী পাপী, নর পাপী সকলই সমান
পাপতো জানে না রাখতে মান-অপমান
মানুষ সকলে তোরা সৃষ্টির মহান;
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।