আমাদের কথা খুঁজে নিন

   

নো টেনশন, রাকিব আছে না?

যে যায় লংকায়, সে হয় রাবন

আমার বন্ধু রাকিব। স্কুলে পড়াকালীন সব অদ্ভুত কর্মকান্ড করতো। অবিশ্বাস্য হলেও সত্য যে, সে যাই বলতো তাই হতো। এই যেমন অংকের মারদাঙ্গা আলম স্যার আজকে ক্লাশে আসার আগে জরুরী কাজে বাড়ীতে যাবেন। অর্থাৎ পেদানি খাওয়ার সম্ভাবনা নাই।

সত্যি সত্যি আলম স্যার নাই। সবার চোখ কপালে। আজকে মাত্র একটি ক্লাশ হবে। শেষ পর্যন্ত তাই হলো। প্রধান শিক্ষকের অবস্থা খুবই খারাপ।

সবাই চলো তাকে দেখতে। আর আমরা বগল দাবা দিয়ে দিয়ে বাড়ি যেতাম। শেষ পর্যন্ত রাকিব আমাদের বস হয়ে গেল। সে যা খাইতে চাইতো তাই আমরা খাওয়াতাম। রাকিব বলনা, আজকে অংকের স্যার আসবে কিনা।

প্রস্তুতিতো খুবই খারাপ। রাকিব একটা ভাব নিয়ে বলতো, সময় হলে বলবো। এখন ভাগ। গতকাল বাংলাদেশের রানের অবস্থা দেখে রাকিবকে বললাম দোস্ত, এখন কি হবে। রাকিব মোটেই দেরি করলোনা উত্তর দিতে- বাংলাদেশ জিতবে।

গতকাল যারা আমার ব্লগ দেখেছেন তারা অবশ্যই আমার সাথে একমত হবেন। চাইলে এখনই দেখে নিতে পারেন। তবে দুঃখের বিষয়, রাকিবের ফোন নাম্বার কাউকে দেয়া নিষেধ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।