ভালথাকার ব্লগ, ভালবাসার ব্লগ
বিশ্বকাপে বাংলাদেশের জয়-এর জন্য আর সবার মত আমিও অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম। তবে অন্য সবার চাহিয়া আমি একটু বেশি আগ্রহী ছিলাম আরো একটি বিশেষ কারণে- সেটি হইতেছে আমাদের সামুর একমাত্র কিরকেট বিশেষজ্ঞ এক অতিব জ্ঞানী ব্লগারের ধরা খাইবার আশায়। কারণ এই বি-শেষ-অজ্ঞ বাইজান কিরকেট বিষ-শো কাপ স্টার্ট হইবার আগেই বাংলাদেশ দল নিয়া এক চরম বভিষ্যত বাণী ছাড়িয়া ছিলেন। তার বভিষ্যত বানী শ্রবণ করে ব্লগের অনেক ব্লগার তাহাকে আশির্বাদ(অভিশাপ) করিয়াছিলেন। কেহ কেহ তাহার জন্ম পরিচয় লইয়া সন্দেহ প্রকাশ করিবার চেষ্টা করিয়াছিলেন।
কিন্তু তিনি কোন কিছুতে পরোয়া করেন নাই। তাহার একমাত্র দাবী ছিল এইরূপ: আমি এই বলোগের সবের চায়া কৃকেট ভালা বুঝি। ।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:৩২
লেখক বলেছেন:
কানডা কাইডা কুততার গলায় দিমু, যদি এরা একটা মেচও জিতাইবের পারে
অনেকে অনেক কথা বলিলেও আমি খুব শান্তভাবে মন্তব্য করি- আমি স্রোতের অপেক্ষায়। গতকাল্য রাত্রিতে বাংলাদেশ যখন তাহার সকল বভিষ্যত বানী ব্যর্থ করিয়া, তাহার কিরকেট জ্ঞানকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করিয়া আইরিশ দের ধরাশায়ী করিল তখন আমার শুধুই মনে হইতেছিল স্রোত মিয়া আমি তোমাকে পাইয়াছি।
আমার অপেক্ষার অবসান হইয়াছে। তাহার পর বিজয় উৎসব সমাধা করিয়া ব্লগে ফিরিয়া দেখি আমিই স্রোত তাহার অমুল্যা বানী ভারতে পাচার করিয়া দিয়াছে(এই পোস্টটি সরিয়ে ফেলা হয়েছে- তাই লিঙ্ক দিতে পারলাম না। )। আমি অতিব বলদের ন্যায় পোষ্টটির স্নাপশট নিই নাই। তবে আশাপ্রদ ব্যাপার হইতেছে মিষ্টার শয়তান স্ন্যাপশট নিয়াচেন।
এক্কনে আমাকে বলুন আমি আমিই স্রোত ফাদার-ু-দ রে কোতায় ফাইব? আমার বলগার বাই কুত্তা রেডি রাখচে বলাকা বেলেড রেডি রাকচে অকন আমি তাহাকে কুতায় ফাইব?
যদি কোন সহৃদয়বান ব্যক্তি উক্ত মাদার--কে খুজিয়া পান তাহইলে অতি সত্ত্বর অত্র বলগে যোগাযোগ করিতে বিশেষ ভাবে অনুরোধাইন হইল।
ধন্যবাদান্তে
রান০০৭
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।