বিশ্ব রেকর্ড গড়েছেন ডেনিশ সাঁতারু রিকে পেডারসেন।
২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে প্রথম হয়ে এ বিশ্ব চ্যম্পিয়নশিপে প্রথম স্বর্ণ জিতলেন রায়ান লোকটি। এ নিয়ে মোট ১৩টি চ্যাম্পিয়নশিপ সোনার পদক জমা হলো তার ঝুড়িতে। এ ইভেন্টে মাইকেল ফেলপসের টানা তিন আসরে সোনা জেতার রেকর্ড ছুলেন তিনি।
মেয়েদের ২০০ মিটার ব্যাকস্ট্রোকের সেমি-ফাইনালে বিশ্বরেকর্ড গড়তে ডেনমার্কের রিকে পেডারসেন সময় নিয়েছেন ২ মিনিট ১৯.১১ সেকেন্ড।
ছেলেদের ১০০ মিটার ফ্রিস্টাইলের ফাইনালে সোনা জিতেছেন গতবারের চ্যাম্পিয়ন জেমস ম্যাগনুসেন।
সুইমিংপুলে এর পরে শুরু হয় চীনের মেয়েদের দাপট।
২০০ মিটার ফ্রিস্টাইলে জিগে লিউ এবং ৫০ মিটার ব্যাকস্ট্রোকে জিং জাহাও চীনকে সোনা এনে দেন।
দিনের শেষ সোনাটি জেতে মার্কিন মেয়েরা ৪*২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।