আমাদের কথা খুঁজে নিন

   

এই ডকুমেন্টারীর বিশেষ আলোচনা করুন। Documentary Dhaka Fall (GEO tv.pk)



বেশ কয়েকদিন কাজের প্রয়োজনে এক্টু বাইরে ছিলাম। তো বাসায় এসেই বাংলা গাণ দেখছিলাম ইউটিউবে। সেই সময় নিচের এই লিংকগুলা দেখতে পেলাম। অনেক আগে শুনেছিলাম যে একটা পাকিস্তানী চ্যানেল্ বাংলাদেশ নিয়ে ডকুমেন্টারী করেছে। কিন্তু দেখা হয় নাই। কারন বাংলাদেশী ইতিহাস সম্পর্কে একজনের কাছ থেকে একটা শুনলে আরেকজনের কাছে সেটার উলটা শুনি! মনে হয় ঐতিহাসিকগণের কাছে ফুটবলের লাথি খাইতাছি আর কি! লিংক গুলা দেখতে মন চাইল অবসর আছি বলেই মনে হয়! তা না হলে হয়তো এই ডকুমেন্টারী দেখার ইচ্ছাও হতো না! দেখলাম আর শুনলাম। কিছু বুঝলাম (ভারতীয় সিনেমা দেখার বদৌলতে মনে হয়) আর বেশি কিছু বুঝলাম না! তাই সবার সাথে শেয়ার করার ইচ্ছা হইল যেন এই ডকুমেন্টারীতে যা বলা হইছে তা বাংলাদেশী ইতিহাসে কতটুকু আছে তা জানতে পারি! আশা করব সকলেই চেষ্টা করবেন ইতিহাসটা পরিস্কার করতে! কি যে দূর্ভাগ্য! বাংলাদেশ নিয়ে একটা ভিডিও করে ফেললো পাকিস্তানের কেউ! আর এটাতে প্রদত্ত তথ্যাবলীর আলোচনা ও গ্রহণযোগ্যতার সীমা টা জানা জরুরী! কারন, এমন ডকুমেন্টারী আমি এর আগে আমাদের দেশীয় কারো মাধ্যমে পাই নাই তো! View this link View this link View this link View this link View this link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।