আমাদের কথা খুঁজে নিন

   

''ফুলের বাগান''



প্রাণরসায়ন ব্যবহারিক ভাইভা পরীক্ষা কামাল স্যারের (বড় কামাল নামে পরিচিত)। আমার সিরিয়াল আসলে সালাম দিয়ে প্রবেশ করলাম, স্যার আমাকে বসতে বলে আমার দিকে তাকিয়ে বললেন তোমাকে পাচঁটা প্রশন করব যদি পারো তবে ফুল মাকর্র্ দেব। আমি তৈরি, স্যার প্রথম প্রসন করলেন আমি পারলাম না ,একে একে চারটি প্রশন করলেন আমি পারলাম না । আমি মাথা নীচু করে বসে রইলাম । শেষ প্রশন স্যার আমার দিকে তাকিয়ে বললেন তোমার নাম কি? আমি মাথা নীচু বললাম হাননান ।

স্যার শেষ প্রসন করলেন বল তোমার নামের অর্থ কি ? এইবার মাথা উচু করে স্যারের দিকে তাকিয়ে বললাম ফুলের বাগান । স্যার আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল বাগান তো ঠিকই আছে ফুল তো একটাও নাই। আমি মাথা নিচু করে ফেললাম। বাগান ফুলে ফুলে ভরে ফেলতে একজন ভালো উদ্যানতত্ববিদ এর শরণাপনন হলাম । সে তো বাগান টাই শেষ করে দিল।

অবশ্য সত্যি বলতে তার কোন দোষ ছিল না । সে তো জীবন বাজি রেখে ফুল ফুটাতে চেয়েছিল । বাধ সেধেছে পোকামাকড় , রোগবালাই ফলাফল বাগানই শেষ। আমি স্যারের সাথে দেখা করে বলতে চেয়েছিলাম আপনি তো ফুলবিহীন বাগান দেখেছিলেন এখন ফুল ও নাই বাগান ও নাই। কিনতু দেখা করা হয় নাই।

স্যারকে খুব মনে পরে................ তবে সবচেয়ে বেশী মনে পড়ে ঐ উদ্যানতত্ববিদকেই....... ফুল, বাগান ভাবতে ভাবতে যা হবার তাই হল.......ঘুম নাই , হতাষা, বিষণ্নতা, নানাবিধ সমস্যা । .............. সাক্ষাৎকার , মহিলা ডাকতার..................। টেসট র টেসট তবে যা বললেন, তা হল যে বাকি জীবনটা ডাকতারের হাত ধরে এগিয়ে যেতে হবে। বের হবার জন্য দাড়ালাম..... প্রবাদ বচন টা একবারও মনে করতে পারলাম না ন্যাড়া একবার বেলতলায় যায় না বার বার যায়....। ???


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।