আমাদের কথা খুঁজে নিন

   

ভাল হোস্টিং সার্ভার চিনার উপায়।



আজ আমি কিছু important বিষয় শেয়ার করব। 1. সার্ভার কত কোররে সেটা দেখবেন। যেমন 6 core(cpus) or 16 core (cpus) এর সুবিধাঃ সার্ভার যত কোর হবে তার লোড তত ভাল হবে। এবং তার ব্যাকআপ সিস্টেম তত ভাল হবে। সার্ভার ডাউন হওয়ার possibility কম।

2. ব্যাকআপ সার্ভার কয়টা। এবং ব্যাকআপ সিস্টেম কেমন। যেমন- কেউ কেউ বলতে পারে তাদের ব্যাকআপ সিস্টেম Redax system এ হয়। বলে রাখি এই সিস্টেমে একটি সার্ভারের 2nd hard desk এ file ব্যাকআপ রাখে। এই সিস্টেমে সার্ভার একটি থাকে।

যদি সার্ভার কোন কারনে crash হয় তাহলে সাইট ডাউন হবে। আর যদি extra সার্ভার থাকে তাহলে এই সার্ভার ডাউন হলেও সাইট চালু থাকবে। তাই শুনে নিবেন ব্যাকআপ কি একিই সার্ভার এ হয় নাকি অন্য কোন সার্ভার আছে। 3. সার্ভার লোডঃ এইটা অবশ্য হোস্টং না নিলে বুঝতে পারবেন না। কারন আমাদের দেশের বেশির ভাগ বলতে পারে না।

৬ কোরের(cpus) সার্ভার লোড .৬৯% থাকে। আর ১৬ তে ২.৫৮% আরো ভাল সার্ভার হলে এর বেশি থাকি। তবে ১৬ তে খুব ভাল সাইট চালানো যাই। একটা কথা বলে রাখি এই ধরনের সার্ভারের হোস্টিং প্রাইস বেশি। আমার মতে যারা নির্ভেজাল হোস্টিং ব্যবহার করতে চান।

তারা এই ধরনের সার্ভার ব্যবহার করুন। 4. Extra লোডঃ সার্ভারের extra লোড নিয়ার জন্য অন্য কোন সার্ভার আছে কিনা। বা লোড ব্যাকআপ সার্ভার কয়টা। অনেক company ব্যাকআপ সার্ভারেই এই system টা দেয়। সেই ক্ষেত্রে ব্যাকআপ সার্ভার ৪টা হলে ভাল।

5. আপটাইম গ্যারেন্টিঃ আপটাইম গ্যারেন্টি কত %। ১০০% গ্যারেন্টির সার্ভার সবচাইতে ভাল। আমরা অনেকেই মনে করি ৯৯.৯৯% বাকি ১% এ কিছু হবেনা। কিন্তু এই ১% এই অনেক কিছু নির্ভর করে। যেইটা অনেকই দিতে পারেনা।

যারা ১০০% গ্যারেন্টি দেয়, তাদের সার্ভার ডাউন হওয়ার possibility বলা যায় একেবারেই নাই। আজ এই পর্যন্ত। বাংলা ভাল লিখতে পারিনা। অনেক কষ্ট হলো। অন্য একদিন সরকারি সার্ভার down হওয়ার কারন লিখব।

আশা করি আমার চাইতে অনেক ভাল কেউ বলতে পারবেন। এইটা আমি টেকটিউনস লিখেছিলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।