ইউরোপীয় ক্লাবগুলো প্রাক-মৌসুমে নিজেদের প্রস্তুত করে নিচ্ছে নানাভাবে। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, লিভারপুল সফর করছে এশিয়ান দেশ। বায়ার্ন মিউনিখ, এসি মিলান, ম্যানচেস্টার সিটির মতো বড় দলগুলো প্রস্তুতি সেরে নিচ্ছে টুর্নামেন্ট খেলে। চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ, ইতালিয়ান সিরি-এর অন্যতম সেরা দল এসি মিলান, প্রিমিয়ার লিগ রানার্স আপ ম্যানচেস্টার সিটি এবং ব্রাজিলের সাও পাওলো_ এ চারটি দল নিয়ে বায়ার্ন মিউনিখের নিজস্ব মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় শুরু হয়েছে অডি কাপ। চার দলের অডি কাপের ফাইনাল খেলবে স্বাগতিক বায়ার্ন মিউনিখ ও ইংলিশ প্রিমিয়ার লিগ রানার্স আপ ম্যান সিটি।
ফাইনালে ওঠার লড়াইয়ে স্বাগতিক বায়ার্ন ২-০ গোলে হারিয়েছে সাও পাওলোকে এবং ম্যান সিটি ৫-৩ গোলে হারিয়েছে এসি মিলানকে।
অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ম্যান সিটি ও মিলানের খেলাটি ছিল উত্তেজনাপূর্ণ। প্রথমার্ধেই গোল হয় ৮টি। এর মধ্যে ৩৬ মিনিটেই ইংলিশ জায়ান্টরা এগিয়ে যায় ৫-০ গোলে। প্রথমার্ধের বাকি সময়টুকুতে ৩ গোল পরিশোধ করে মিলান।
চতুর্থ মিনিটে ম্যান সিটিকে এগিয়ে নেন স্প্যানিশ জাতীয় দলের ডেভিড সিলভা। ১৯ মিনিটে গোলসংখ্যা দ্বিগুণ করে মিকাহ রিচার্ডস। তৃতীয় গোল করেন আলেকজান্ডার কোলারভ। শেষ দুটি গোল করেন এডিন জেকো ৪ মিনিটের ব্যবধানে। ৩৬ মিনিটে ৫ গোলে এগিয়ে যাওয়ার পর কিছুটা গা ছেড়ে খেলতে থাকে ম্যান মিটি।
এ ফাঁকে এসি মিলান ৩ গোল পরিশোধ করে। ৩৭ ও ৩৯ মিনিটে স্তেফান আল শারাউই ২ গোল করেন এবং ৪৩ মিনিটে দলের তৃতীয় ও শেষ গোল করেন আন্দ্রিয়া পেতানিয়া। দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে। কিন্তু কোনো গোল হয়নি। দিনের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক বায়ার্ন ২-০ গোলে হারিয়েছে ব্রাজিলিয়ান দল সাও পাওলোকে।
বায়ার্নের পক্ষে গোল দুটি করেন ক্রোয়েশিয়ার স্ট্রাইকার মারিও মানজুকিচ ও জার্মান তরুণ মিচেল ওয়েইসার। গতকাল রাতেই পেলিগ্রিনির দলের সঙ্গে ফাইনাল খেলার কথা পেপ গার্ডিওলার দলের।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।