আমাদের কথা খুঁজে নিন

   

এসো বানান শিখি

ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ দ ধ ন প ফ ব ভ ম য র ল শ ষ স হ ড় ঢ় য় ৎ ং ঃ ঁ

‘ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত’ এক ফাগুন পলাশ, শিমুল ফোটা বসন্তের শুভ সূচনায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ বন্ধুসভা মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ‘এসো বানান শিখি’ শিরোনামে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। ১৩ ফেব্রুয়ারি ঈশ্বরগঞ্জের শৈশব বিদ্যানিকেতন ও দি চাইল্ড প্যারাডাইস কিন্ডারগার্টেনে এসো বানান শিখি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শুদ্ধভাবে বাংলা চর্চা ও উচ্চারণের ওপর... সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ‘মাতৃভাষা চর্চা ও বিকাশে ছাত্রসমাজের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উপজেলার নিমগাছীতে দীপশিখার সভাকক্ষে ১৫ ফেব্রুয়ারি সকাল ১০টায় প্রথম আলো রায়গঞ্জ বন্ধুসভা ও ওঁরাও ফাউন্ডেশন আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি সুরেশ চন্দ্র কেরকেটা। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক যোগেন্দ্রনাথ টপ্পের সঞ্চালনে আলোচনা সভায় বক্তব্য দেন আমজাদ হোসেন, বিষ্ণুপদ টপ্প, সনজিত কুমার মাহাতো, রাম জীবন মাহাতো, ক্ষিরতলা নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্যামল কুমার মাহাতো, ওঁরাও ফাউন্ডেশনের সহসভাপতি জ্ঞানেন্দ্রনাথ টপ্প, মামুনার রশিদ, স্বপন সাহা ও প্রথম আলোর রায়গঞ্জ প্রতিনিধি সাজেদুল আলম। দ্বিতীয় পর্বে ছিল সাদরি ভাষার শব্দ সংগ্রহ। এ পর্বে ওঁরাও জনগোষ্ঠীর শতাধিক ছাত্রছাত্রী সাদরি ভাষার শব্দ লিপিবদ্ধ করে। এ ছাড়া মাতৃভাষাভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে আদিবাসীদের মাতৃভাষার গান পরিবেশন করেন রবিন হেমব্রম, শ্যামল কুমার কুজোর, কৃষ্ণ গোপাল ওঁরাও, চন্দনা রানী ওঁরাও, শেফালী ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।