২.০ মেগাপিক্সেল মোবাইল ক্যামেরায় চলছে। যোগাযোগ <<< photopagol@gmail.com >>>
আমি এ পর্যন্ত এই ২টা সাইটকে ভাল মনে করেছি।
তবে ফ্রিল্যান্সার.কম এ আবার মেম্বারশীপ নিয়ম আছে। কেউ ইচ্ছা করে মেম্বার হলে সে নাকি কাজ সহজে পায়। মেম্বার হতে আবার ২৪ ডলার নেয়।
এখন বিডিং সিস্টেমে আমার কাছে ফ্রিল্যান্সার.কম ভাল মনে হল। কে কত বিড করল তা সহজেই জানা যায়। যেটা ওডেস্কে হয় না। আমি দেখি নাই।
এখন
১.দুইটাতেই কি একই নামে রেজিঃ করতে হবে ???
নাকি একেকটাতে একেক নামে করা যাবে।
সমস্যা হচ্ছে টাকা পাবার জন্য।
কারণ এডসেন্সের নিয়ম মতে সব তথ্য বানান সহকারে শুদ্ধ হতে হবে। তা না হলে বাসার ঠিকানায় চেক আসবেনা।
২.কিন্তু ওডেস্ক আর ফ্রিল্যান্সার.কম এর জন্য কি এমন নিয়ম আছে ???
৩. আমাদের আইপি বারবার চেন্জ হয়। তাহলে আমরা যদি এক পসি থেকে ২ টা একাউন্ট করি তারা আমাদের কিভাবে ধরে ফেলবে ???
৪.যদি কেউ ক্যাফেতে বসে বা কোন বন্ধুর পিসিতে কাজ করে, তাহলেও তো একই সমস্যা হবার কথা।
এই দিকটা কিভাবে তারা হ্যান্ডেল করে ???
আমাদের বাংলাদেশি কয়েকজনকে দেখলাম ফ্রিল্যান্সার.কম থেকে বিড করে ভাল ভাবেই কাজ পাচ্ছেন। তাই একটু জানতে চাইলাম, তারা যদি একটু বলতেন।
আর একটা গ্রুপ করার ইচ্ছা আছে, যাতে আমরা সবাই আলাপ করে নতুন পুরাতন সবার জন্য একটা সাপোর্ট দিতে পারি।
এতে তো আমাদেরই লাভ। বায়ার দের কাছে কান্ট্রি হিসেবে বাংলাদেশ আরও উপরের দিকে আসতে পারবে।
এখন আমার প্রশ্নের উত্তর দেন।
(এই ধরনের পোস্টে কারও মাইন্ড থাকবার কথা না। , তাউ কেউ মাইন্ড্খাইলে নিজ্বায়িত্বেখাবেন। )
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।