আমাদের কথা খুঁজে নিন

   

সদা সত্য কথা বলিব

লিখতে ও পড়তে আগ্রহী

কোন নাটক মঞ্চায়ন করে লাভ নেই। সোজা সাপ্টা কথা হলো, আমি একজন পুরানো ব্লগার। এক অনাকাঙ্খিত ভুল আমাকে সামু থেকে দূরে সরিয়ে রেখেছিল দীর্ঘ দিন। পর্যালোচনায় বসলে বেরিয়ে আসবে, কোন দুষমন সামুকে ডুবানোর জন্য কোন না কোন মডুকে টার্গেট করেছিল এবং সেই ভদ্রলোক কিছু সময়ের জন্য হলেও সামুকে ঝাঁকুনি দিতে সমর্থ হয়েছিলেন। যতটুক খোঁজ খবর রেখেছি তাতে বুঝতে পারলাম কতৃপক্ষ বিষয়টি যথেষ্ট গুরুত্বের সাথে বিবেচনা করে মোটামোটি একটা গ্রহণযোগ্য অবস্থানে ফিরে এসেছেন। সামু হোক বাংলা ভাষায় সাহিত্য চর্চার মুক্ত মঞ্চ, সামু হোক পারস্পরিক সম্মান এবং ভালবাসার মিলন ক্ষেত্র। গালাগাল এবং ব্যক্তি আক্রমন সম্পূর্ণরূপে নির্বাসিত হোক এই বাংলা ব্লগটি থেকে। সকল ব্লগার, কতৃপক্ষ এবং মডারেটরদের প্রতি শুভ কামনা রইলো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।