ছুটি মানেই ভ্রমণ বাংলাদেশের বন্ধুদের আনন্দের উপলক্ষ্যে । বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে বড় একটি ছুটি পেল বাংলাদেশ । সুযোগটি ছাড়লাম না আমরাও । ১৯৯৯ সাল থেকে বান্দরবান ভ্রমণ যেন আমাদের জন্য জীবনের একটি অংশ হয়ে গেছে ।
তাই নভেম্বর, ডিসেম্বরে রুমা-মংপ্রোপাড়া-পলিপাংসা-বড়তলী আর্মীক্যাম্প-পুকুরপাড়া-এনেংপাড়া-বগামুখ-রুমা ও রুমা-মুনরেমপাড়া-রোনিনপাড়া-সিপ্পি আরসুয়ারং-পাইক্ষংপাড়া-রোয়ারংছড়ির কঠিন পথ পাড়ি দেবার পরও যেন ভ্রমণ বাংলাদেশের বন্ধুদের মন পড়েছিল বান্দরবানে ।
এবারের গন্তব্য আরো কঠিন পথ । রুটটি ছিল ঢাকা-বান্দরবান-রুমা-বগালেক-দার্জিলিংপাড়া-কেওক্রাডং-পাসিংপাড়া-জাদিপাইপাড়ার পাস দিয়ে-ক্যাপিটাল পিক - বাকলাই-সিমত্লাপিপাড়া-থানদুইপাড়া-নয়াচরণপাড়া-নেপিউপাড়া-সাকাহাফং-সাজাইপাড়া-সাতভাইখুম (ঝর্না)-আমিয়াখুম-নাইক্ষামুখ-জিন্নাহপাড়া-নাফাখুম-রেমাক্রি-বারপাথর(বড়পাথর)-টিন্ডু-থানচি-বান্দরবান-ঢাকা ।
ঢাকা থেকে ১৫ তারিখের বান্দরবানের সরাসরি বাস টিকেট না পেয়ে খুব হতাশ ছিলাম । দলের সবাইকে তা জানালো আবুবকর । অনুরোধ করলো ১৪ তারিখ ছুটি জোগাড় করে অভিযান শুরু করতে ।
সবাই প্রাণপন চেষ্টা করে ছুটি জোগাড়ও করে ফেললো ।
শুকনো খাবার আর বাজারের তালিকা দিলৈা টুটু ভাই । বাজার করলো আবু বকর । আমি নিলাম চিনির টোষ্ট । রাত দশটা পয়তাল্লিশে গাড়ি ছাড়ার কথা থাকলেও গাড়ি দেরি করলো প্রায় ৩০ মিনিট ।
আমি আমার স্বভাবসুলভ ঘুম দিলাম বাসে উঠেই ।
আমাদের দলের সদস্য তালিকা :
* ডা: মাহফুজা আক্তার মৌরি
* ডা: মাহফুজুর রহমান মোহন
* ইঞ্জিনিয়ার কোরাইশি
* ইঞ্জিনিয়ার ইখতিয়ার শরীফ
* ফটোগ্রাফার নিজামউদ্দিন মিজান
* ফটোগ্রাফার রবিউল হাসান খান মনা
* আবুবকর সিদ্দিক
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।