আমাদের কথা খুঁজে নিন

   

কবি সৈয়দ শামসুল হোক ও প্রেম

ভালবাসা মানে অন্যের ভালত্বে বাস করা

কবি সৈয়দ শামসুল হোক ও তার কবিতা এই ৭৬ বছর বয়েসেও কবি প্রেম এর ব্যাখা দিয়েছেন খুব সুন্দর ভাবে. তার কবিতা...অপূর্ব সুন্দর.এই বই মেলায় তার ৪ টি কবিতার বই......প্রকাশিত আমার সকল বন্ধুদের জন্য একটি অন্য রকম. পোস্ট. কবির মতে প্রেমেরউৎ স হচ্ছে মানবজীবন। প্রেম বলতেই আমাদের এখানে তরুণ-যুবা-অবিবাহিত ব্যক্তিদের ব্যাপার বলে মনে করা হয়। কিন্তু প্রেম তো একটি জীবনব্যাপী ক্রিয়া। জীবনের নানা পর্যায়ে প্রেমের প্রতি অবলোকন পরিবর্তিত হয়। রবীন্দ্রনাথের কবিতা ও গানে দেখা যাবে প্রেমের কত বিচিত্র রূপ সেখানে প্রকাশিত।

‘মৃত্যুর মুখে দাঁড়ায়ে বলিব তুমি আছ, আমি আছি’ এই উচ্চারণ যুবা বয়সে সম্ভব নয়। আমার এখন ৭৬ চলছে। প্রেমকে এখন ঘন অনুভূতির ধরনে দেখছি। কবিতার বিষয় তো আর আকাশ থেকে আসে না। প্রেম বলতেই আমরা নরনারীকেন্দ্রিক প্রেমকে বুঝে থাকি, কিন্তু ঈশ্বরপ্রেম, ভ্রাতৃপ্রেম, দেশপ্রেম, ভাষাপ্রেম ইত্যাদি প্রেম তো মিথ্যা নয়।

আমার নিজের কথা বলতে পারি? বায়ান্ন সালে ভাষা আন্দোলনের সময়, আটান্নর সামরিক শাসন জারির পর একাত্তরের মুক্তিযুদ্ধের সময়, পঁচাত্তরের বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর অর্থাৎ জাতীয় জীবনের সংকটে-সংগ্রামে দেশমাতাকে নিয়ে যে প্রেম অনুভব করেছি, তা নারীপ্রেমের চেয়েও মহত্তর প্রেম বলে মনে করি। আমি প্রেমিক। এমনকি এখন যখন আমার নাতনিও প্রেমে পড়ার বয়সে এসে উপনীত, তখনো আমার প্রেম-তৃষ্ণা নিবৃত্ত হয়নি। তাই আমি যে প্রেমের কবিতা লিখব, তা খুবই স্বাভাবিক। আমার প্রেমের উৎ স আমি নিজেই।

উৎ স আমার বোধ, অভিজ্ঞতা। নিঃসঙ্গ কবি, নির্জন রেস্তোরাঁ মাথার ভেতরে লেখা। অদূরে রেস্তোরাঁ। আষাঢ় সেজেছে খুব মেঘে মেঘে-মনে সে করাবে বিরহ বিপন্ন দিন-রাস্তাঘাট আদ্যোপান্ত খোঁড়া। মাটির পাহাড়গুলো কতদিনে কে জানে সরাবে! এরই মধ্যে পথ করে নিতে হবে আজ।

অপেক্ষায় কবিতা ও কফি। হঠাৎ বৃষ্টির শুরু, ধমকাল বাজ। পিছলে পা পড়ে গেল কবি। সমস্ত শরীরে কাদা। এভাবে কি যাওয়া যেতে পারে? বিমূঢ় দাঁড়িয়ে থেকে কেটে যায় কাল।

তবুও কি প্রেম কিছু ছাড়ে? বিরহেও রয়েছে বহাল! যদিও পিছল পথ, জামা কাদা লেপা। হেঁটে চলো, হেঁটে চলো, দাঁড়িয়ে থেকো না। সময় যতই হোক বিরুদ্ধ বা খেপা- কবিতাকে ঠেকিয়ে রেখো না। কবিতা কি থেমে থাকবার! দুর্গতির একশেষ, খাতা তবু শক্ত হাতে ধরা। হাতছানি দেয় কফি, আলো রেস্তোরাঁর, দুধের বদলে ্নৃতি, কালো কফি, শব্দের শর্করা ু "আমার তীর্থসন্ধান এখনো চলছে" এখান থেকে নেয়া কিছু অংশ শেয়ার করলাম আমার বন্ধুদের সাথে.


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।