আমাদের কথা খুঁজে নিন

   

খুব শিগগির পাকিস্তানে মার্কিন ড্রোন হামলা বন্ধ হবে: কেরি

খুব, খুব শিগগির’ পাকিস্তানের মাটিতে চালকবিহীন মার্কিন ড্রোন হামলা বন্ধ হবে বলে আশা করছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। পাকিস্তান সফরকালে তিনি গতকাল বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে বৈঠক করেন। এরপরই পাকিস্তান টেলিভিশনকে দেওয়া সাক্ষাত্কারে তিনি এ কথা বলেন বলে আজ শুক্রবার রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়।

বৈঠক শেষে তিনি বলেন, ড্রোন হামলা এবং ২০১১ সালে ওসামা বিন লাদেনকে হত্যায় বিনা অনুমতিতে পাকিস্তানে পরিচালিত অভিযানসহ অতীতের সব বিদ্বেষ ভুলে পাকিস্তান ও যুক্তরাষ্ট্র ‘পূর্ণ অংশীদারি’ পুনঃস্থাপনে একমত হয়েছে।পরে পাকিস্তান টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাত্কারে ড্রোন হামলার বিষয়ে কেরি বলেন, ‘যেভাবে প্রায় সব হুমকিকে আমরা নির্মূল করতে পেরেছি এবং বাকিগুলোও একই পথে রয়েছে, তাই আমি মনে করি এই কর্মসূচিও শিগগিরই শেষ হবে।’

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।