দিল্লী থেকে দুজনেই ট্রেনে উঠলাম।সে শিলেগুড়ী নামবে,আর আমি কলকাতা পরিচয় হলো।ট্রেন শিলেগুড়ী পৌছালে,সে তার বেগ নিয়ে নেমে যায়।তখন হঠাৎ দেখলাম তার হাতে রাখা লাল গোলাপটা আমার পাশে পরে রইল।সাথে সাথে আমি গোলাপটা হাতে নিলাম,দেখি সে জানালার পাশ দিয়ে হেটে যাচ্ছে।আমি জানালাটা খুলে বললাম,এই যে শনুন।তখন ট্রেন চলা শুরু করল,আমি দ্রুত তার দিকে গোলাপটা সহ হাতটা বাড়িয়ে দেয়,সেও মিষ্টি হেসে তার সুন্দর হাতটা আমার দিকে বাড়িয়ে দেয়।কিন্তু কী আশ্চর্য সেই মুহূর্তে আমার ঘুমটাও ভেঙে যায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।