শুধু ভালবাসি, আর ভালবাসতে চাই।
গত ডিসেম্বরের বিজয়ের মাসে শাহরুখের খেমটা নাচে মেতেছিল বাংলাদেশ তার বিজয়ের উৎসবে। এবার ভাষার মাসে শিলা কি জাওয়ানীর খেমটা নাচের অনুষ্টান "ডেস্টিনি গ্রুপ ট্রাই-নেশন বিগ শো'"তে কেঁপে উঠবে সারা বাংলা। ব্রাদার শাহরুখ আমাদের নিজস্ব বাংলাদেশী কালচারের কফিনের উপর পেড়েক মারার যে শুভসূচনা গত ডিসেম্বরে মেরে গিয়েছেন সেই পেরেকের ব্যাথা সারতে না সারতে এবার সালমান-অক্ষয়-ক্যাটরিণা আসছেন আরেক পেড়েক মারতে। তবে শাহরুখের অনুষ্ঠানে বাংলাদেশী শিল্পীদের মূল্যায়ন না করাইয় ব্যপক আপত্তি উঠায় এবার আয়োজকরা বাংলাদেশী শিল্পীদের এই মহান!!! শিল্পীদের সাথে নাচ-গানের অমূল্য সুযোগ করে দিয়েছেন।
আর আমরা এতে খুবই সন্তুষ্ট হয়েছি বলে মনে হচ্ছে। অথচ ট্রাইনেশন বলা হলেও অনুষ্ঠানের অফিসিয়াল পোস্টারে কোন শ্রীলংকান শিল্পী যেমন নেই তেমন বাংলাদেশের সাকিব ছাড়া আর কেউ নেই!!!
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের [বিসিবি] পক্ষ থেকে এটিএন ইভেন্টস 'ডেসটিনি গ্রুপ ট্রাইনেশন বিগ শো' নামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২৪ ফেব্রুয়ারি "বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে" অনুষ্ঠেয় সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিবেন জনপ্রিয় বলিউড অভিনয়শিল্পী সালমান খান, ক্যাটরিনা কাইফ এবং অক্ষয় কুমার, কারিনা কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া ও রিয়া সেন সহ আরো অনেকে এবং অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন ভারতীয় সংগীত তারকা প্রীতম ও তার দল মেট্রো। একই সঙ্গে থাকবেন ইন্ডিয়ান আইডল শিল্পীরা।
দর্শকরা খুবই অল্প পয়সায় এই অনুষ্ঠান দেখতে পারবেন।
কারন টিকেটের দাম খুবই কম!! রাখা হয়েছে। ১৬ ফেব্রুয়ারি থেকে ব্যাংকের মাধ্যমে ৬ ক্যাটাগরিতে টিকিট বিক্রি শুরু হয়েছে। 'প্রাইওরিটি' টিকিট ২ লাখ টাকা, 'প্লাটিনাম' ১ লাখ টাকা, গোল্ড ২৫ হাজার টাকা, সিলভার ১০ হাজার টাকা, গ্যালারি অন গ্রাউন্ড সাড়ে ৩ হাজার টাকা এবং গ্যালারি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা।
সব মেনে নিলাম। কিন্তু বেছে বেছে আমাদের জাতীয় জীবনে গুরত্বপুর্ন এসব মাসে কেন বিদেশী সংস্কতির নির্লজ্জ এই প্রদর্শন? ডিসেম্বর আমাদের বিজয়ের মাস।
বাঙ্গালীর এক অনন্য সাফল্যের মাস। সে মাসে যেভাবে ইন্ডিয়ান শিল্পীদের বাংলাদেশে মার্কেটিং আমাদের চরম গ্লানী দিয়েছিল আবার সেই ধারাবাহিকতায় বাঙ্গালী জীবনের ২য় গৌরবময় অর্জনের মাস ফেব্রুয়ারীতে এই অনুষ্ঠান কিভাবে আমরা মেনে নিব?? আমাদের তরুণরা হয় এসবে গাঁ ভাসিয়ে দিয়েছে অথবা তাদেরকে ভিন্ন পথে কেউ পরিচালিত করছে। না হলে কেন কোন প্রতিবাদ ছাড়া এরা এসব করে যাচ্ছে। কত ভাষা আন্দোলনকারী বীর আজ বিনা চিকিতসা আর অনাহারে দিন কাটাচ্ছে আর আমরা লাখ লাখ টাকা ব্যায়ে এসব খেমটা নাচ দেখতে টিকিট কাটছি।
আজ মনে হয় আমরা হয়েছি স্বাধীন বাঙালি কিন্ত স্বাধীন মানুষ হয়নি।
২ জন বিশিষ্ট দেশপ্রেমিক (চেক্ট্রর কমানটার সভাপতি হারুন এবং বোশেকি টিপির মঞ্জুরুল ইস্লামকে) সাইনিং অনুষ্ঠানে দেখা যাচ্ছে।
sourcehttp://www.amarbornomala.com/details2687.html
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।