শূন্য মানব , যে মুসলিম হিসাবে গর্বিত । যে সত্য বলতে পিছপা হয় না । যে ধর্মভিত্তিক মানবতায় বিশ্বাসী । যে কুরআন ভিত্তিক শাসনে বিশ্বাসী । এর মানে এই নয় যে আমি ধর্মব্যবসায়ীদের পক্ষে ।
কারন, এরাই ইসলামের বড় শত্রু । কোন প্রকার ধর্মীয় উপসানালয়ে হামলা কারোর কাম্য নয়। প্রত্যেকে (নাস্তিক ব্যতিত) তার নিজ নিজ ধর্মকে অনেক ভালবাসে এবং শ্রদ্ধা করে। কেউ চায় না তার ধর্মকে অন্য কেউ আঘাত হানুক। শুধু ধর্মীয় উপসানালয় নয় অনান্য ধর্মালম্বীদের বাড়িতেও হামলা কাম্য নয়।
সরকারের উচিত সর্বোচ্চ নিরাপত্তা বিধান করা। সকল ধর্মের মিলন মেলা এই বাংলাদেশ। এদেশে কোন ধর্মীয় বিভেদ নেই। সবাই ভাই ভাই। কোন এক গোষ্টী জাতিগত বিভেদ সৃষ্টি করার জন্য এবং পরস্পর হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য এই হামলা চালাচ্ছে।
হিন্দু মুসলমান সবাই সচেতন থাকেন কোন উপসনালয়ে হামলা হলে সাথে সাথে ধরে গন-ধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা উচিত। কে কোন দল করে, দেখার দরকার নেই, হামলা হলে গন ধোলাই। । ভবিষ্যতে এটা আরো বড় আকারে দেখা দিতে পারে। বাংলাদেশে একটা বড় অংশ জুড়ে মুসলমানের বসবাস তাই অন্যান্য ধর্মালম্বীদের হেফাজত করা মুসলমানেই দ্বায়িত্ব।
আসুন মুসলমান হিন্দুসহ সকল ধর্মালম্বী ভাইদেরকে নিয়ে এই হামলার প্রতিহত করি। । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।