স্বপ্ন দেখতে ভালোবাসি । তবে স্বপ্ন দেখা নিয়ে কিছুদিন যাবত একটা সমস্যা হয়ে গেছে । নতুন দেখা স্বপ্নগুলো কেন যেন পূরণ হচ্ছে না খুব শীঘ্রই এই সমস্যা কেটে যাবে এই আশাতেই আছি । বাংলাদেশে ফ্রী-তে এক্সপার্ট কোয়ালিটি গান্জা বিতরন করা হচ্ছে নাকি? চাঁদে কারো চেহারা দেখার মতো ঘটনা তো গান্জা ছাড়া সম্ভব বলে মনে হয় না । প্রথম টান দেয়া হয়েছে চট্রগ্রামের সাতকানিয়ায় আর সাথে সাথে ইন্টারনেট, মাইকে ধোঁয়া ছড়িয়ে গেছে সারাদেশে ।
পেপারে পর্যস্ত নিউজ হয়ে গেলো । দৃশ্যটা কল্পনা করুন তো, বয়স্ক কিছু মানুষের ব্রেন এতোটাই আন্ডার ডেভেলপড যে তারা এই রকম রাবিশেও বিশ্বাস করে রাতের বেলা মুখ হা করে চাঁদের দিকে তাকিয়ে থাকছেন, আরেকজনকে ডেকে দেখাচ্ছেন, ফোন দিয়ে জানাচ্ছেন দূরের আত্নীয় স্বজনদের । এটা কিভাবে সম্ভব!? মাঝারি সাইজের একটা পাঙ্গাশ মাছের মাথায়ও তো এর থেকে বেশী জ্ঞান-বুদ্ধি থাকার কথা ।
কাহিনী নিশ্চয়ই এখানেই শেষ না । গান্জার সাথে নতুন কোন কম্বিনেশন যোগ হয়ে সামনে অ্যারাবিয়ান নাইটসের আদলে আবারও কোন বেঙ্গল নাইটস চলে আসবে বলে আশা না করে পারা যাচ্ছে না ।
( আপনারও চাঁদ দেখার ইচ্ছা আছে নাকি ? ইচ্ছা হলে দেখে ফেলেন । বলা যায় না , কপাল ভালো থাকলে আপনার চোখেও কিছু পড়ে যাবে । শেকসপিয়ার সাহেবের একটা কথা আছে জানেনই তো , " There are more things in heaven and earth, Horatio " ...... ) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।