কোন ঠিকানা ছিলনা, যোগাযোগ ছিলনা অনেকদিন। অনেক সাহস নিয়ে তার বাসায় গেলাম।
দেখলাম তার বিয়ে হয়েছে। বিয়ের তিন মাসের মাথায় কনসেপ আর তা নষ্ট হয়েছে অজানা কারণে। তার শরীর খারাপ।
মোটামুটি মধ্যবিত্ত ঘরের ছেলে। ব্যাংকে চাকরী করে , আমারী পোস্ট এ। সাধারন এক ছেলে । সাত ভাই বোন আমারি মত।
তার অহংকার পি.এইচ্ডি, এম ফিল , বি সি এস, টিচার হওয়া হয়নি।
হায়, ফাস্ট ক্লাশ ফাস্ট মেয়ে
বিয়ের আগে কত অহংকার ছিল তোমার !!!!
আমাকে তুমি কত আঘাত দিয়েছিলে, সব মেয়েরা কি তোমার মত হয়???
জানি না। তবে কোন মেয়ে যেন তোমার মত না হয়।
সুন্দর আর পবিত্র ভালবাসার মূল্য দেয়
তবুও তোমার সাফল্য আর শুভ কামনা করি...
সুখে থাকো সারাজীবন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।