প্রথম ইউনিকোড ভিত্তিক অনলাইন বাংলা স্পোর্টস পত্রিকা
লড়াই করেই পরাজিত হলো নেদারল্যান্ড। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে একেবারে প্রায় শেষ পর্যন্ত লড়ে জিততে হলো ইংল্যান্ডকে। ইংল্যান্ডের শক্তিশালী বোলিং আক্রমনকে তুলোধুনো করে ৫০ ওভারে ২৯২ রানের বড় স্কোর গড়ে নেদারল্যান্ড। নেদারল্যান্ডের বোলিং আক্রমন ইংল্যান্ডের ব্যাটসম্যানদের আউট করতে খুব একটা সফল না হলেও প্রাণবন্ত ফিল্ডিংএর মাধ্যমে প্রতিটা রান নেয়া কঠিন করে তুলেছিল সাম্প্রতিক সময়ে ফর্মে থাকা এবং বিশ্বকাপের অন্যতম দাবিদার ইংল্যান্ডের ব্যাটসম্যানদের জন্য। ৪৭ ওভার পর্যন্ত অঘটনের সংকা কাটেনি ইংল্যান্ডের।
তবে ৬ষ্ঠ ব্যাটসম্যান হিসাবে ব্যাটিং করতে নামা রবি বোপারার ২০ বলে ৩০ রানের ঝড়ো ইনিংস এক ওভার বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে দেয় ইংল্যান্ডকে। কলিংউডএর ২৩ বলে ৩০ রানের ইনিংসটিও ভুমিকা রাখে ইংল্যান্ডের জয়ে। এর আগে ট্রট এর ৬৫ বলে ৬২ রানের ইনিংস ইংল্যান্ডের জয়ের ভিত গড়ে দেয়।
নেদারল্যান্ডের বড় ইনিংস গড়তে সবচেয়ে বেশি ভূমিকা টেন ডয়েশেট এর সেঞ্চুরি। ১৬০ বলে ১১৯ রানের চমতকার ইনিংস খেলে বড় ইনিংসএর ভিত গড়েন তিনি।
বল হাতেও তিনি নেন ২ উইকেট।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।