অন্ধকার; মৃত নাসপাতিটির মতন নীরব'
মৃত ঘাসের আর্তচিৎকার
লালকাঁকড়ার ঝোপে সূর্য ডুবে গেলে লোনা মেদের ভাবলেশহীন মাংশ মরে যাওয়া অন্ধকারেই জেগে ওঠে ।
গোলাপ-কাঁটার সুদর্শন ক্যাটারপিলার গোলাপি রডোডেনড্রনের বিভা স্নান করে কোন লুসিফারের সুদৃষ্টিতে কালো প্রজাপতিতে পরিনত হয় । কালো প্রজাপতি পাখা মেলে পোহায় সাইকিক রোদ । সেই হ্যালোজেন রোদের ষাট্ ওয়াটের হলুদাভ জোছ্নার ব্যপ্ত বলয়ে প্যারাফিন বোধের লড়াই অস্তিত্বের সাথে । আলোর নিচে অন্ধকারের সাজে ইজিচেয়ারে বসে শোনে সে শিয়ালের ডাক ।
ক্ষরণের কালে গীটারের টোন গুলো দালানের চাঁদোয়ায় প্রতিচ্ছায়া হয়ে প্রতিধ্বনিত হয় । চিলেকোঠার ঘরে জমিয়ে রাখা ক্লোরোফর্মড অচেতনতা গুলো আজও প্রচন্ড শীতার্ত ।
এভাবে কয়েকশত ল্যাম্পপোস্ট পেরিয়ে সোনালী আভার ফাক গলে বৃদ্ধ যাযাবর শোনায় মৃত ঘাসের আর্তচিৎকারের উপাক্ষান ।
পিয়াজ
পাতায় পাতায় গড়ে উঠা সৌন্দর্য়াধার
স্নিগ্ধোজ্জ্বল পেয়ালা যেন চোরাকুঠুরি নেশার,
পান করে আঁধার দুনিয়ার খনিজ প্রস্রবণ
বিশ্ব-বাতায়নে তোমার সদর্প আরোহন,
খ্যাপাটে বারুদের ঝাঁঝালো রসায়ন
মোটা ফাঁদের চালুনিতে ষড়যন্ত্রের রুপায়ন,
প্রতিটি পাপড়ির পরতে পরতে
গলদশ্রুলোচনে বিলাপ করে উঠে নয়ন,
চোরাগোপ্তা হামলায় ঝরে পড়ে
আঁধা কিউবিক সেমি অশ্রুজল
রন্ধন একটি অতীব বেদনাদায়ক শিল্প ।
মেলাঙ্কোলিয়া
ক্রমক্ষীয়মান সুর্য দিবাবসান ক্ষনে
সান্ধ্য পোশাকে কমলা রঙের বিস্ফোরন ঘটিয়ে
মুখ লুকায় আঁধারের কানাগলিতে !
গগণ সে তো মৌটুসির পার্পলে অরুণ রাঙা কায়া
গোধুলীতে প্রলম্বিত হয় কৃষ্ণধূসর ছায়া!!
আঁধারের সুঘ্রানে মধুকরের মতো আকৃষ্ট হয়-
রুপালী আভার ইঙ্কপটে ডুব দিয়ে
মাসকাবারি মেলাঙ্কোলিয়া পানে ব্যস্ত চাঁদ,
বাগেশ্রী রাগের বিষাদী স্বর লহরী
কালো পাহাড় হয়ে গেথে যায় চাঁদের হৃদয়ে!!
রসুন জীবন
ভবঘুরে পাংশু বিরস বদন
নীরস রসুনের যাপিত জীবন ।
নূতনের কেতন ওড়ায় পাষান সমীরণ
চৈত্রের শেষ বিকেলে অস্তগামী আজ সূর্য কিরণ,
উষর ভুচরে বৃষ্টির জন্য
ব্যাঙের কীর্তন ।
ইদানিং সন্ধ্যাকালীন জোনাকিরাও জ্বালেনা
মাসকাবারী জোছনা নিশান ।
পঙ্কিত অহোরাত্রি
দৃষ্টি সম্মুখে প্রসারিত করে দেখি মিথ্যের বেসাতী
লাল বাতির শহরে কপট ছলনায় কাজলকাল সমাধী ।
দ্বিধার বসতে আলেয়ার বর্ণচ্ছটায় টলমল শুঁয়োপোকা
কালস্রোতের সময়-রেখায় নুয়ে পড়ে চন্দ্র তিথির বিজয় গাথা
পাপের পঙ্কে ডুবসাতাঁরে অস্তিত্বের ক্ষয়,
যেখানে,
শেওলায় ঢাকা কলমি লতার সলিল সমাধি রয় ।
অনুভুতি শুন্য রুদ্ধ জোয়ার ত্রিমাত্রিক অহোরাত্রি
ফ্যাকাশে চাঁদের ক্যালোরিহীন আলোতে ছড়িয়ে পড়ে
অভিশাপ অভিব্যক্তি ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।