যখন থামবে কোলাহল
দেশের ইতিহাসের কালজয়ী সংগীত। রুনা লায়লার এই ধরনের গান গুলো আর হয় না কেন?? যেমন কথা তেমন সুর। মনে হয় যেন অন্যভূবনে সৃষ্ট।
আসুন কথা না বাড়িয়ে গানটি শুনি:
শেষ কোরো না শুরুতে খেলা না ভেঙ্গ না
কথা:
সুর: আলাউদ্দিন আলী
কন্ঠ: রুনা লায়লা
শেষ কোরো না
শুরুতে খেলা না ভেঙ্গ না
দীপ জ্বেলে নিভে দিও না
মন যদি নাই দাও
মন তবে নিও না
ছোট্ট একটা জীবন
কেন তবে আজো ভালবাস না
চলে যাব যখন
খুজে খুজে আর কভু পাবে না
শেষ কোরো না
শুরুতে খেলা না ভেঙ্গ না
দীপ জ্বেলে নিভে দিও না
ভেবে ভেবে তোমার
এখনো কি হয়নি শেষ ভাবনা
কেদে কেদে আমার
এভাবে কি ফুরাবে দিন বল না।
শেষ কোরো না
শুরুতে খেলা না ভেঙ্গ না
দীপ জ্বেলে নিভে দিও না
গানটির আনপ্লাগড ভার্সন শুনুন:
Click This Link)_~_Lubna.html)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।