মুক্ত আকাশ দেখব বলে বয়ে চলা। আকাশ কেন মুক্ত হয় না।
বাংলাদেশ ভারতের সাথে হারার পর অনেকেই বলছেন আমরাতো খারাপ খেলিনি। আসলে কি তাই? আমাদেরতো হারার কথা ছিল না। আমরাতো জিতব বলে নেমেছি।
আর এতো বড় ব্যাবধানে হারাটাতো বলে দেয় আমরা সহজেই হেরেছি। বর্তমান সময়ে ভারতের ব্যাটিং লাইনআপ যেমন অনেক শক্তিশালী তেমন বোলিং লাইনআপও সবচেয়ে দুর্বল। তাই আমাদের ২৮৩ নিয়ে সন্তুষ্টি কি আসলেই ঠিক?
আমার বিশ্লষনে তিনটি জায়গায় বাংলাদেশের ভুল ছিল। জানি হয়ত অনেকের সাথেই মিলবে না।
১।
টসে জিতে ফিল্ডিং নেওয়া
২। দলে মাশরাফি না থাকা (সফিউল খেলার পর বলেছে শেভাগ যে ভাল বলেও মারতে পারে এটা বুঝি নাই। আসলে সফিউল বা রুবেলদের বড় দলের সাথে খেলার অভিজ্ঞতাই নেই। ৬মাস ১ বছর দলে থাকা মানে অভিজ্ঞতা নয়। রাসেলকে অবজ্ঞা করা হয়েছে।
)
৩। মাহমুদুল্লাহ বা নাইম এই ২জনের জায়গা থেকে যে কোন একজনের জায়গায় আশরাফুল বা অলক না থাকা। মাহমুদুল্লাহ বা নাইম দলের বোলিং অলরাউন্ডার নয় বরং ব্যাটিং অলরাউন্ডারএটা মনে হয় ওরা জানে না। আশরাফুলকে যদি এতো 'না' এর পরেও নেওয়া হবে তবে দলে কেন নেওয়া হয় না।
ব্লগারদের মতামত জানতে চাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।