আমাদের কথা খুঁজে নিন

   

আমার মতো তোমারও কি মনে পড়ে?

জানি আমি তোমার দু'চোখ আজ আমাকে খোঁজে না আর পৃথিবীর পরে

আমার মতো তোমারও কি মনে পড়ে হিজল বনের কথা? যেখানে মিলেছিল দুজনের বুক। মনে পড়ে সর্ষেক্ষেতে লোকুচোরি খেলা? যেখানে অস্থির ছিল দুজনের চোখ, মেঘের সাথে ছুটোছুটি করছিল ছুঁড়ুই। আমার মতো তোমারও কি মনে পড়ে পূর্ণিমা রাতের কথা? চাঁদের সাথে হেঁটেছিলাম দীঘির পারে যেখানে পড়েছিল দুজনের ছায়া মর্মর শব্দে ভাঙছিল কাঁঠালপাতা। মনে পড়ে ঝরঝর বৃষ্টি দিনের কথা? বাড়ির উঠুনে বাবুইয়ের মতো ভিজেছি কতো। আমার মতো তোমারও কি মনে পড়ে গাঁয়ের কথা? যে মাটির পথদিয়ে ফিরতাম বাড়ি সন্ধ্যাবেলা। আমার মতো তোমারও কি মনে পড়ে সেই সব দিনগুলির কথা ? নাকি ভুলে গেছো? আমিতো পারিনি ভুলে যেতে, রেখেছি মনে গেঁথে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।