সাগর সরওয়ার
কয়েকজন বন্ধু আমাকে প্রশ্ন করেছিলেন কর্নেলকে আমি মনে রেখেছি উপন্যাসটির উপজীব্য কী?
প্রশ্নের উত্তরে জানিয়েছি, ভালো হয় পড়ে দেখলে৷ তারপরেও বলি এই উপন্যাসে পাবর্ত্য চট্টগ্রামের লৌহ মানব জুম্ম জাতির পিতা মানবেন্দ্র নারায়ন লারমা কী করে বেড়ে উঠলেন, কি করে শুরু হলো তাঁর আন্দোলন, তাঁর জীবন, ছোট ভাই সন্তু লারমার বেড়ে ওঠা, শান্তিবাহিনী গঠন, সেনাবাহিনীর ভূমিকা এবং শান্তিবাহিনীর এগিয়ে যাওয়ার কথামালাও রয়েছে৷ এছাড়া এই উপন্যাসে পার্বত্য চট্টগ্রামের তরুণদের চাওয়া পাওয়াও প্রতিফলিত হয়েছে৷ স্বাভাবিক ভাবেই চলে এসেছে জনসংহতি সমিতি এবং ইউপিডিএফের সংঘাত৷ এসেছে পাবর্ত্য চট্টগ্রাম চুক্তি পরবর্তী অবস্থার বিভিন্ন কথা৷ রয়েছে সীমান্তবর্তী দেশগুলোর বিভিন্ন গ্রুপকে দেয়া সরকারের আশ্রয় প্রশ্রয়ের নানা কাহিনী৷ সব কাহিনী এক সঙ্গে এক সূতায় গেঁথে জন্ম হয়েছে ‘কর্নেলকে আমি মনে রেখেছি’ নামক উপন্যাসের৷ পাওয়া যাচ্ছে বই মেলায়৷ প্রকাশ করেছে ভাষাচিত্র৷ যাদের স্টল নম্বর ৯৩-৯৪।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।