বল বীর! চির উন্নত মম শির!
মহিয়সী এক ভাষা সৈনিককে নিয়ে আসিফ মহিউদ্দীনের একটি পোস্ট স্টিকি আছে বেশ কয়েকদিন ধরে। চমৎকার পোস্ট । আমাদের শিকড়কে রক্ষা করার জন্য যে সকল ক্ষণজন্মা মানুষ ত্যাগ স্বীকার করে গেছেন তাদেরই একজনের প্রায় অজানা এক জীবনের গল্প। কিন্তু অত্যন্ত অবাক হয়ে লক্ষ্য করছি যে এই পোস্টে সাধারন আম ব্লগারদের অংশগ্রহন এবং ভাল লাগার চিহ্ন অনেক কম (৫৩টা এই পর্যন্ত)। যেখানে গড়ে ২৫০ ব্লগার লগ ইন থাকে সামুতে ভিজিটর থাকে ৪৫০ এর উপর সবসময় সেখানে এই চমৎকার পোস্ট টাতে এত কম ভাল লাগার চিহ্ন কি বার্তা দেয় সাধারন পাঠকদের?
১।
সামুতে রাজাকার দেশদ্রোহীর সংখ্যা ৮০ ভাগ
২। লেখকের ব্যক্তিগত সমস্যা সাধারনে যেটার গভীর প্রভাব রয়ে গেছে।
প্রথমটার সাথে কেউই একমত হবেন না । সামুতে রাজাকার শ্রেনীর ব্লগার থাকলেও সেটার সংখ্যা খুব বেশী নয় যে সেটা আমজনতার প্রতিনিধিত্ব করবে ।
তাইলে? লেখক স্বঘোষিত নাস্তিক।
সেটা অবশ্যই কোন সমস্যা হতে পারে না। একজন মানুষ নাস্তিক হতেই পারে , মুক্তচিন্তা করা তার অধিকার।
তাহলে কি?
এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে ঐ পোস্টে করা কিছু কমেন্ট এবং লেখককে নিয়ে করা কিছু পোস্টে লেখকের কিছু ভয়ানক মন্তব্যের স্ক্রীনশট দেখলাম। বুঝতে পারলাম কেন আমজনতা এই চমৎকার পোস্ট টাকে এড়িয়ে চলছেন।
আমি ব্যাক্তিগতভাবে মনে করি রাজাকার জামাতশিবির ইসলাম সম্পর্কে যে ধরনের নেতিবাচক অস্বস্তি সাধারনে ঢুকিয়েছে (যেমন অল্পবয়স্ক কেউ দাঁড়ি রাখলে শিবির মনে করে অস্বস্তি) তেমনি কুৎসিত ,গালিবাজ অন্ধ নাস্তিকদের হাতে পরে ইদানিং সামুতে মুক্তিযুদ্ধের চমৎকার পোস্টগুলোও সাধারনের আড়ালে চলে যাচ্ছে।
ব্লগ কর্তৃপক্ষের কাছে আমার প্রশ্ন এই চমৎকার স্টিকি পোস্ট থেকে সাধারনের দুরে থাকা কি বার্তা দিচ্ছে সামু সম্পর্কে সবাইকে?
আমি নিজে ঐ পোস্ট ৪৮ নম্বর প্লাসটা দিয়েছি। সেটা অবশ্যই লেখককে নয়, দারুন প্রেরনাদায়ী একটা মানুষের জীবনীকে।
আমার প্রস্তাব ২১ ফেব্রুয়ারী উপলক্ষে চমৎকার যত পোস্ট আছে সবগুলোর লিংক সহ একটি পোস্টকে স্টিকি করা হোক। যাতে ভাষার জন্য আত্মদানকারীদের প্রতি সাধারনের আবেগটা প্রকাশ নি:সংকোচ হয়।
সুস্থ আলোচনা স্বাগতম।
১। এটা কোন ব্যাক্তি আক্রমনাত্মক পোস্ট না। মনের তাগিদ থেকে একটা বিশ্লেষনের চেস্টা
২। এই পোস্টের কিছু অংশ আমি কমেন্ট আকারে গতকাল রাতে ঐ পোস্টে দিয়েছিলাম , লেখকের সেটা রাখার সৎ সাহস হয়নি)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।