আমাদের কথা খুঁজে নিন

   

(ছবি ব্লগ) রঙের উৎসব - হোলি (শাঁখারিবাজারে একদিন) ১ম পর্ব

অতৃপ্ত আত্মার অনুচ্চ ক্রন্দনধ্বনি সেই কবেই মিলিয়ে গেছে স্তব্ধ বালুকাবেলায়। তারপরও স্মৃতির ঠাস বুননে একে একে গেঁথে নিয়েছি হৃদয়ের আবেগতাড়িত কখনওবা অবদমিত অসহায় ইচ্ছেগুলোকে। আর তাই,আজ আমি এখানে।
ফ্লিকার লিঙ্কঃ colour me * ব্লগে ছবির মান খুব একটা ভালো আসে না। সময় থাকলে ছবিগুলো ফ্লিকারে দেখে আসার অনুরোধ করছি।

আগে থেকেই প্ল্যান ছিল হোলিতে যাব। শেষ রাতে উঠে ক্যামেরাটাকে আচ্ছামত জামা কাপড় পরিয়ে নিলাম। শেষে এমন অবস্থা, শাটারই টিপতে পারি না। যাহোক, পরে অবশ্য ওটাকে বিবস্ত্র করতে দুইবার ভাবিনি। হালকা এক টুকরা স্বচ্ছ কাপড় আলতো করে ওটার গায়ে জড়িয়ে রেখেছিলাম।

বাদ দেন, ১৮+ হয়ে যাচ্ছে ফ্লিকার লিঙ্কঃ I got my colourzzz কয়েকজন ফটোবন্ধুর সাথে পৌঁছলাম শাঁখারিবাজার। সরু গলিটার মুখে দাঁড়ানোর সাথে সাথেই পিচকারি থেকে রঙের ছিটা আসতে লাগলো। ফ্লিকার লিঙ্কঃ Some Punks Out There যতক্ষণ রঙ একটুও গায়ে লাগেনি, ততক্ষন রঙ না মাখার আপ্রাণ চেষ্টা করেছি। কখনও এ গলির মধ্যে দিয়ে, কখনও লাফিয়ে ঝাঁপিয়ে, কখনও অপরিচিত কোনও আলগা ঘরে নিতান্ত বেরসিকের মত ঢুকে পড়ে। যাহোক, এই প্রচেষ্টা ১০ মিনিটের বেশি সফল হয়নি।

আস্তে আস্তে মুখ, চুল, হাত সব রঙে ভরে যেতে লাগলো। কে যেন বলেছিল, কালো ড্রেস পরতে, তাহলে নাকি অন্যরা রঙ দেবার আগ্রহ হারিয়ে ফেলায়। শালারে তখন পাইলে মাথাডা ফাডাইতাম। যাহোক, নিজেকে সঙ এর মত কল্পনায় দেখতে খারাপ লাগছিল না। এরপর একটিবারের জন্যও রঙ মাখতে কার্পণ্য করিনি।

ফ্লিকার লিঙ্কঃ 'H' for Holi ফ্লিকার লিঙ্কঃ We r colourzzz ফ্লিকার লিঙ্কঃ Lucrative ফ্লিকার লিঙ্কঃ Scattering The Colourzzz ফ্লিকার লিঙ্কঃ Touch The Colourzzz ফ্লিকার লিঙ্কঃ এখনও দেয়া হয়নি ফ্লিকারে। ফ্লিকার লিঙ্কঃ see our colourzzzzz আমার ছবি তোলার শখ শুরু সামু থেকেই। ক্যামেরা কেনায়ও এখান থেকেই অনেক সাহায্য পেয়েছি। আপনাদের মতামত আশা করছি। দ্বিতীয় পর্বও দেবার চেষ্টা করব।

অবশ্যই যদি আপনাদের ভালো লাগে, তবে। সবাই ভালো থাকবেন।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।