আমাদের কথা খুঁজে নিন

   

নেই শুধু মাশরাফি !!!!!!



২০০৭ বিশ্বকাপে শেবাগকে বোল্ড করার পর মাশরাফি বিন মর্তুজাকে ঘিরে সতীর্থদের উল্লাস। ঝা চকচকে সাজানো বাংলাদেশের ড্রেসিংরুমের দেয়ালে টানানো একটি ছবি সেই আবেগ ধারণ করে আছে। আজ ড্রেসিংরুমে সবাই থাকছেন, নেই ছবির সেই মাশরাফি। কষ্ট হচ্ছে? সাংবাদিকের এমন প্রশ্নে আত্মবিশ্বাসী মাশরাফির উত্তর_ 'একটু তো হচ্ছেই। এটা লুকানোর কিছু নেই।

সবচেয়ে খারাপ লাগছে সুস্থ হয়েও খেলতে পারছি না। ঘরের মাঠে খেলা, অথচ আমি নেই। তবে দলে না থাকলেও আমার শুভেচ্ছা থাকবে সাকিবদের সঙ্গে। ' অশ্রুজমাট উদাস চাহনি বলে দিচ্ছিল ভেতরে তার কতটা ক্ষরণ চলছে। স্কোয়াডের বাইরে থাকায় সাবেক ক্রিকেটারদের কোটায় একটি মাত্র টিকিট পেয়েছেন মাশরাফি।

যা তুলে দেবেন ক্রিকেটপাগল বাবার হাতেই। 'আমি আগে বাবাকে খেলা দেখাতে চাই। ' গতকাল মিরপুরে সাকিবদের নেটে ৬ ওভার বোলিং করার পর ব্যাগ গুছিয়ে বাড়ি যাওয়ার পথে খুব একলা দেখাল মাশরাফিকে। ভারতের বিপক্ষে যে দুটি ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে তার দুটিতেই ম্যান অব দ্য ম্যাচ মাশরাফি বিন মর্তুজা। আজ সেই মাশরাফিকে ছাড়াই মাঠে নামছে বাংলাদেশ।

নেটে দেখা 'ফিট' মাশরাফিকে এভাবে মাঠের বাইরে থাকার বিষয়টি দেশি সাংবাদিকদের সঙ্গে বিদেশিরাও মেনে নিতে পারেননি। 'কে বলেছে মাশরাফি আনফিট! নেটে তাকে দেখে কখনও মনে হয়নি তার কোনো সমস্যা আছে। ' ক্রিকইনফোর সিনিয়র সাংবাদিক সিদ্ধার্থ মুঙ্গে এভাবেই নিজের মত তুলে ধরলেন। নিজের আক্ষেপের কথা লুকিয়ে না রেখে মাশরাফি গতকালও জানিয়েছেন_ ম্যাচের জন্য তিনি শতভাগ ফিট। 'নিজেকে আনফিট মনে করি না।

বরং আগের চেয়ে বেশি ভালো বোলিং হচ্ছে। ' নিজের সম্পর্কে মাশরাফির এ মূল্যায়ন বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে আহত করলেও তার অনুপস্থিতি টের পেয়েছে সতীর্থরা। আর এ জন্যই আগের দিন তামিম ইকবাল ফোন করে জানতে চেয়েছিলেন একাদশে কোন কোন পেসারকে নেওয়া যেতে পারে। কোচ জেমি সিডন্সও মাশরাফিকে দলে রাখার প্রয়োজনীয়তা বুঝতে পারছেন। ভারত বধকারী মাশরাফিকে দলে না দেখে যেন 'স্বস্তি' পেয়েছেন মহেন্দ্র সিং ধোনিও! 'আগের যে দুটি ম্যাচে আমরা হেরেছি সেই দুটিতেই ম্যাচসেরা ছিলেন মাশরাফি।

তবে এবার অন্তত তার সেই সুযোগ নেই। কারণ এবার সে আর বোলিং করতে নামতে পারছে না। ' শুধু ধোনি নয়, যুবরাজও খোঁজ নিলেন তার বন্ধু মাশরাফির। আজ দেশের কোটি কোটি ভক্তও মাশরাফির স্মৃতি হাতড়ে বেড়াবেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।