আমাদের কথা খুঁজে নিন

   

না জেনে ঘরের খবর তাকাই আসমানে

আমি চাষার ছেলে, আমার গা দিয়ে কয় মাটির গন্ধ....

না জেনে ঘরের খবর তাকাই আসমানে না জেনে ঘরের খবর তাকাই আসমানে। চাঁদ রয়েছে চাঁদে ঘেরা ঈশান কোনে। প্রথমে চাঁদ উদয় দক্ষিণে কৃষ্ণপক্ষে অধঃ হয় বামে আবার দেখি শুক্লপক্ষে কিরূপে যায় দক্ষিণে।। খুঁজিতে আপন ঘরখানা পাইতে সকল ঠিকানা বার মাসে চব্বিশ পক্ষ, অধর ধরা তার সনে।। স্বর্গচন্দ্র মণিচন্দ্র হয় তাহাতে ভিন্ন কিছু নয় এ চাঁদ ধরলে সে চাঁদ মিলে, লালন কয় তাই নির্জনে।।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।