আমাদের কথা খুঁজে নিন

   

কান পেতে শোন ...

তুমি জেনেছিলে মানুষে মানুষে হাত ছুঁয়ে বলে বন্ধু; তুমি জেনেছিলে মানুষে মানুষে মুখোমুখি এসে দাঁড়ায়, হাসি বিনিময় করে চলে যায় উত্তরে দক্ষিণে; তুমি যেই এসে দাঁড়ালে - কেউ চিনলো না, কেউ দেখলো না; সবাই সবার অচেনা।

বেন আলী- কান পেতে শোন বিক্ষুব্ধ স্লোগান, তোমার স্বৈররূপের বিপর্যস্ত পরাজয় চোখ মেলে দেখো। তুমি নাকি অসুস্থ? ক্ষমা চাও এই ভেবে, নির্মমতার মৃত্যু তোমাকে গ্রাস করেনি। বুলেটবিদ্ধ শরীর পা মাড়িয়ে তুমি পালাতে পেরেছ, কিন্তু মনে রেখ, তুমি জিততে পারোনি! তিউনিসিয়ায় পাওয়া ক্ষোভ বিক্ষুব্ধ মিশর ... টালমাতাল হোসনি মোবারক- তোমারই বন্ধু ... কিন্তু জেনে রেখো, ভিন্ন রাষ্ট্র হলেও সাধারণও এখন বন্ধু, মুক্তির তাগিদে, তোমাদের অন্যায় শাসন রুখতে তারা আজ বিপ্লবী বন্ধু।। ঐ দেখো লিবিয়া, তাকিয়ে দেখো সিরিয়া, অথবা ইয়েমেন, ইরান, বাহরাইন ... জনতা আজ বন্ধুত্বের কাতারে দেখো! ক্ষুব্ধ মনের অনল বহি:প্রকাশে মানবাধিকারের তাগিদ দেখো। আন্দোলনে আরব লীগের পিছুহটা দেখো, দেখো মৌলবাদের বিপক্ষে জাগ্রত জনতা ... দেখে রাখো আর শেখো সাম্রাজ্যবাদী, ফ্যাসীবাদী গোষ্ঠী- মানুষের ঢল দেখো ... বন্দুকের গুলি ফুরাতে পারে, ফুরাতে পারে বুলেট, কিন্তু হৃদয়াস্ত্র কখনো ফুরোয় না- জেনে রাখো, মনে রাখো ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।