২০১৩
সাধারণত আমরা দেখি ডে-নাইট খেলায় সব দেশই আগে ব্যাট করতে চায় আর আমরা বাঙালী এত বেশি চালাক যার পরিনতি এই....... (অতি চালাকের গলায় দড়ি)
IND 370/4 in 50 overs
এত রানের জন্য আমি বলব আমাদের বাংলাদেশই দায়ী।
আমি খেলা নিয়ে এতকিছু বুঝি না। তবে এতটুকু বুঝি যে, টসে জিতে ইন্ডিয়ার মত এত বাঘা বাঘা ব্যাটসম্যানের কাছে ব্যাট করতে পাঠানো উচিত হয়নি। যার ফলে তারা কোন রানের পিছনে তাড়া করার চাপ থেকে মুক্ত ছিল। আর যদি বাংলাদেশ আগে ব্যাট করেও যদি ২৫০ রান করত তাহলে খেলার রেজাল্ট হয়তোবা ইন্ডিয়া ৪০ অভারে ৫/৬ ইউকেট এর বিনিময়ে জয় করত।
বা ফলাফল অন্যরকমও হতে পারত। যা ছিল সম্মানজনক।
তার মধ্যে ডে-নাইট খেলা রাতে বলে সুইং করবে অনেক বেশি।
যার ফলে বাংলাদেশ এর ব্যটসম্যানদের সুবিধা করার কথা নয়।
আর যদি কুয়াশা থাকে তবে তো হলোই ..........
মরার উপর খড়ার ঘা।
এখন সমগ্র বাংলাদেশ টাইগারদের সম্মান জনক পরাজয়ের প্রত্যায় রইলো বোধয়, এছাড়া আর কোন উপায় আছে কিনা আমার জানা নেই। আর যদি সৃষ্টি কর্তার সু-নজর থাকে তবে কিছু একটা হতে পারে।
যাই হোক সৃষ্টকর্তার সু-নজরের প্রত্যাশায় রইলাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।