আমাদের কথা খুঁজে নিন

   

দোষ কার? টিমের নাকি সিলেক্টরদের? : বাংলাদেশ হারলে কার কি যায় আসে...



ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এক ধাপ ওপরে উঠে এসেছে বাংলাদেশ, নিউজল্যান্ডকে হোয়াইট ওয়াশ করে বিশাল কিছু একটা অর্জন করেছে। যতই চিল্লাচিল্লা করিনা কেন আমরা সকলেই জানি যে, বাংলাদেশের প্লেয়ারদের উপর নির্ভর করা যায় না। এক ম্যাচ ভাল তার পরের ম্যাচে ডাব্বা। আর ফান্দে পড়ে শুধু আশরাফুল। বিশ্বকাপের উদ্বোধনী গেম বাংলাদেশ ভারত... অঘটন ঘটাতে যাচ্ছে বাংলাদেশের সবারই আশা ছিল সেরকমই কিছু একটা।

বাট অঘটনটা হচ্ছে শতকরা ১ ভাগ ঘটে। আর ৯৯ টা ঘটন টাই ঘটে। তো আমাদের অঘটন নিয়ে চিন্তা না করে আসল ঘটনা নিয়েই চিন্তা করা উচিত ছিল। টসে জিতে ভারতের মত ব্যাটসম্যান নির্ভর টিমকে ব্যাটিং এ আমন্ত্রণ জানানো আর ঠ্যাং এ কুড়াল মারা একই কথা। তাই করে বসল বাংলাদেশের অধিনায়ক।

সিদ্ধান্ত কার কে জানে অধিনায়কের একা নাকি বিচারক কোচ সবাই মিলেই নেয়, কে জানে? তবে এ সিদ্ধান্ত যে চরম একটা গাধামু হয়েছে তা বলার অবকাশ রাখে না। সেহওয়াগ বিশ্বের ১ নং হার্ডহিটিং ব্যাটসম্যান। ও যতক্ষণ ক্রিজে থাকে বোলারদের আমসত্ত বার করে ছাড়ে। এ বিষয়টি নিয়ে নির্বাচকদের ভাবা উচিত ছিল। শুনেছিলাম যে স্পিন দিয়ে ইনিংস শুরু হবে।

আজ স্পিন আগে নিয়ে আসলে কি যে হত আল্লাহ জানে। এ সেহওয়াগের জম হচ্ছে মাশরাফি। ও মাশরাফির বল জুতসই করে খেলতে পারে না। অন্তন একম্যাচের জন্য হলেও নড়াইল এক্সপ্রেসকে সুযোগ দেয়া উচিত ছিল। তাহল হয়তবা সামাল দিতে পারত।

কিন্তু এর আগেই কিসে কি করে নির্বাচকরা যেন পন করে বসেছেন যে, মাশরাফিকে খেলালে পাপ হবে তাই তাকে নেয়া যাবে না। এখন মুখে আঙুল দিয়ে বসে থাকা ছাড়া আর কোন উপায় তাদের নেই। বাংলাদেশ হারলে কার কি যায় আসে... মন খারাপ হবে তো আমাদের মত দর্শকদের... আর নির্বাচক শালারা তো ম্যাচ জিতলেও টাকা হারলেও টাকা। হাতি মরলেও লাখ টাকা বাচলেও লাখ টাকা। মাথার চুল ছিড়তে হচ্ছে কোথায় একটি প্রতিদ্বন্দিতাপূর্ণ ম্যাচ দেখব।

কিন্তু গর্দভদের জন্য মুডটাই অফ হয়ে গেল। যাই হোক অপেক্ষায় আছি আমাদের টাইগার সাহেবরা কি করেন। চিল্লাচিল্লি কইরা তো মাঠে নামছে অহন দেখানোর পালা কি পারে তারা। বোলাররা তো উজাড় করে দিল নিজেদেরকে। আজ প্রতিদ্বন্দিতা হয়েছে কে কত বেশী রান দিতে পারে।

আর ব্যাটসম্যানদের এখন থেকে সিদ্ধান্ত নেয়া উচিত যে প্রতিযোগিতায় নামতে হবে কে আগে আউট হতে পারে। তা না হলে আমাদের দর্শকদের মুখ দেশের মুখ যে, উজ্জল হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।